IPL 2024

লখনউ দলে বদল, ইংরেজ অলরাউন্ডারের বদলে কাকে নিল লোকেশ রাহুলের দল?

ইংরেজ অলরাউন্ডারের জায়গায় নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরিকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস। এক জন অলরাউন্ডারের বদলে পেসার নিল লোকেশ রাহুলের দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৭:৪০
Share:

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

ব্যক্তিগত কারণে ডেভিড উইলি আইপিএল খেলবেন না বলে জানিয়েছিলেন। ইংরেজ অলরাউন্ডারের জায়গায় নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরিকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস। এক জন অলরাউন্ডারের বদলে পেসার নিল লোকেশ রাহুলের দল।

Advertisement

নিলামে অবিক্রিত ছিলেন হেনরি। তাঁর দাম ছিল এক কোটি ২৫ লক্ষ। সেই দামেই কিউই পেসারকে দলে নিল লখনউ। হেনরি নিউ জ়িল্যান্ডের হয়ে ২৫টি টেস্ট, ৮২টি এক দিনের ম্যাচ এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এর আগে আইপিএলে পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস দলে ছিলেন হেনরি। তবে ২০১৭ সালে পঞ্জাবের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন। আইপিএলে এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর নেই।

আইপিএল শুরুর আগে লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন, “মার্ক উড আগেই নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছিল। এ বার উইলিও শুরুর দিকে কিছু ম্যাচ খেলবে না বলে জানিয়েছে। সেই কারণে পেস বোলিংয়ে আমাদের কিছুটা অনভিজ্ঞতা থাকবে। তবে কয়েক দিন ধরে অনুশীলনে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারকে দেখেছি। কয়েক জনের চোট ছিল, তারা এখন পুরোপুরি সুস্থ।” পরে জানা যায় উইলি পুরো আইপিএলেই খেলবেন না।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার আইপিএল শুরুর আগেই খেলবেন না বলে জানিয়েছেন। হ্যারি ব্রুক, জেসন রয়, গাস অ্যাটকিনসন এবং মার্ক উড এ বারের আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement