IPL 2024

শ্বশুরমশাই ‘সরিয়ে দিলেও’ রাহুলের পাশে স্ত্রী! লখনউয়ের অনুশীলনে হাজির আথিয়া

অনুশীলনে লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলের স্ত্রী। ম্যাচ দেখতে বহু ক্রিকেটারের স্ত্রী, বান্ধবীদের মাঠে আসতে দেখা যায়। আথিয়া চলে এলেন অনুশীলনেও। রাহুলের সঙ্গে কিছু ক্ষণ আড্ডা দিয়ে গেলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৩:৫২
Share:

স্ত্রী আথিয়ার সঙ্গে লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

আইপিএলের একটি বিজ্ঞাপন সকলের নজর কেড়েছে। সুনীল শেট্টি সেখানে রোহিত শর্মাকে নিজের ছেলে বলে আপেল খাওয়াচ্ছেন আর জামাই লোকেশ রাহুলকে সরিয়ে দিচ্ছেন। একসঙ্গে খেতে বসছেন না রাহুলের সঙ্গে। রোহিতই তাঁর আপন। কারণ সুনীল মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক। সেই কারণে রাহুলকে সরিয়ে রোহিতকে আপন করে নিয়েছেন তিনি। শ্বশুর সরিয়ে দিলেও স্ত্রী আথিয়া রাহুলের পাশেই থাকলেন। লখনউ সুপার জায়ান্টসের জার্সি পরে দেখা গেল আথিয়াকে।

Advertisement

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। শুক্রবার সেই ম্যাচের আগে লখনউয়ের অনুশীলনে দেখা গেল আথিয়াকে। ম্যাচ দেখতে বহু ক্রিকেটারের স্ত্রী, বান্ধবীদের মাঠে আসতে দেখা যায়। আথিয়া চলে এলেন অনুশীলনেও। রাহুলের সঙ্গে কিছু ক্ষণ আড্ডা দিয়ে গেলেন তিনি।

বৃহস্পতিবার রাহুলের জন্মদিন ছিল। সে দিন দলের সঙ্গেই সময় কাটাতে দেখা যায় লখনউ অধিনায়ককে। আথিয়াকে দেখা গেল অনুশীলনে। তিনি লখনউয়ের জার্সি পরে অনুশীলনে ছিলেন। তাঁর জার্সি নম্বর ছিল ১। যা রাহুলের জার্সি নম্বর। যদিও আথিয়ার জার্সিতে রাহুলের নাম লেখা ছিল না। রাহুল অনুশীলনের ফাঁকে ছায়ায় এসে দাঁড়িয়েছিলেন। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী। দু’জনকে বেশ কিছু ক্ষণ আড্ডা দিতে দেখা যায়।

Advertisement

চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ। সেই ম্যাচ জিতলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে দুই দলের কাছেই। তবে চেন্নাই জিতলেই দু’নম্বরে উঠে আসতে পারবে। লখনউকে জিততে হবে বড় ব্যবধানে। তবেই তারা লিগে প্রথম চারের মধ্যে ঢুকে পড়তে পারবে।

গত দু’টি ম্যাচে হেরেছে লখনউ। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া রাহুলেরা। চেন্নাই গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। ফলে রুতুরাজ গায়কোয়াড়ের দলের আত্মবিশ্বাস তুঙ্গে। এখন দেখার, আথিয়ার অনুশীলনে আসা লখনউয়ের জন্য সৌভাগ্য নিয়ে আসে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement