IPL 2024

আইপিএলে কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে কোন পথে জয় পেল কলকাতা?

জয় দিয়ে এ বারের আইপিএল শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ কোহলিদের বেঙ্গালুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৯:০০
Share:

(বাঁদিকে) শ্রেয়স-বেঙ্কটেশ জুটিও ভরসা দিল কেকেআরকে। ছবি: আইপিএল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:৪৮ key status

জিতল কেকেআর

ছয় মেরে জিতিয়ে দিলেন শ্রেয়স আয়ার। অনায়াসে সাত উইকেটে জিতে গেল কলকাতা।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:৩৭ key status

আউট বেঙ্কটেশ (৫০)

দয়ালের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন বেঙ্কটেশ। কেকেআর ১৫.১ ওভারে ১৬৭/৩।

Advertisement
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:৩৬ key status

১৫ ওভারে কেকেআর ১৬৭/২

ব্যাট করছেন বেঙ্কটেশ (৫০) এবং শ্রেয়স (২৬)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:৩০ key status

১৪ ওভারে কেকেআর ১৫০/২

ব্যাট করছেন বেঙ্কটেশ (৪২) এবং শ্রেয়স (১৯)।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:২২ key status

১২ ওভারে কেকেআর ১৩৭/২

ব্যাট করছেন বেঙ্কটেশ (৩৪) এবং শ্রেয়স (১৪)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:১১ key status

১০ ওভারে কেকেআর ১১২/২

ব্যাট করছেন বেঙ্কটেশ (১২) এবং শ্রেয়স (১১)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:০৩ key status

৮ ওভারে কেকেআর ৯৩/২

ব্যাট করছেন বেঙ্কটেশ (৫) এবং শ্রেয়স (১)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২২:০১ key status

আউট সল্ট

দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। সল্টকে (৩০) আউট করলেন বিজয়কুমার। কেকেআর ৭.৫ ওভারে ৯২/২।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:৫৩ key status

আউট নারাইন

২২ বলে ৪৭ রান করে দাগারের বলে আউট নারাইন। কেকেআর ৮৬/১।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:৪৯ key status

পাওয়ার প্লে শেষ

৬ ওভারে কেকেআর ৮৫/০। ব্যাট করছেন সল্ট (২৮) এবং নারাইন (৪৭)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:৪৪ key status

৫ ওভারে কেকেআর ৬৪/০

ব্যাট করছেন সল্ট (২৭) এবং নারাইন (৩১)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:৩৫ key status

৩ ওভারে কেকেআর ৪৬/০

ব্যাট করছেন সল্ট (১৮) এবং নারাইন (২২)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:২৪ key status

১ ওভারে কেকেআর ১৮/০

ব্যাট করছেন সল্ট (১৭) এবং নারাইন (১)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:০৬ key status

২০ ওভারে আরসিবি ১৮২/৬

৮৩ রান করে অপরাজিত থাকলেন কোহলি। শেষ দিকে ৮ বলে ২০ রান করলেন কার্তিক। জয়ের জন্য কলকাতার চাই ১৮৩ রান।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২১:০০ key status

১৯ ওভারে আরসিবি ১৬৬/৫

ব্যাট করছেন কোহলি (৭৪) এবং কার্তিক (১৩)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২০:৫৪ key status

১৮ ওভারে আরসিবি ১৫৩/৫

ব্যাট করছেন কোহলি (৭৩) এবং কার্তিক (১)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২০:৫২ key status

আউট রাওয়াত

রাওয়াতকে (৩) আউট করলেন হর্ষিত। আরসিবি ১৫১/৫  

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২০:৪৬ key status

আউট পাটীদার

পাটীদারকে (৩) আউট করলেন রাসেল। দ্বিতীয় উইকেট কেকেআর অলরাউন্ডারের। আরসিবি ১৪৪/৪।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২০:৩৫ key status

১৫ ওভারে আরসিবি ১৩৪/৩

ব্যাট করছেন কোহলি (৬২) এবং পাটীদার (১)।

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২০:৩১ key status

আউট ম্যাক্সওয়েল

নারাইনের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট ম্যাক্সওয়েল। আরসিবি ১২৪/৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement