IPL 2024

আইপিএলের এলিমিনেটরে বেঙ্গালুরুর বিরুদ্ধে কোন পথে জিতল রাজস্থান?

আইপিএলে এলিমিনেটর খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচ যে জিতবে সে পৌঁছবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যে দল হারবে তাকে আইপিএল থেকে বিদায় নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৯:০২
Share:

আইপিএল ট্রফির সামনে সঞ্জু স্যামসন (বাঁ দিকে) ও ফাফ ডুপ্লেসি। ছবি: আইপিএল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২৩:২৫ key status

জিতল রাজস্থান

১৯তম ওভারে রভমান পাওয়েলের দুটি চার এবং একটি ছয় নিশ্চিত করে দিল রাজস্থানের জয়।

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২৩:১৯ key status

আচমকাই চাপে রাজস্থান

পর পর পরাগ এবং হেটমায়ার আউট হওয়ায় চাপে পড়ে গেল রাজস্থান। যদিও জিততে আর ১৩ রান চাই।

Advertisement
শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২২:৪৭ key status

রান আউট ধ্রুব জুরেল

বিরাট কোহলির থ্রো-য়ে রান আউট হলেন জুরেল (৮)। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২২:৪৬ key status

আউট সঞ্জু

১৭ রান করে কর্ণ শর্মার বলে স্টাম্প আউট হলেন সঞ্জু।

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২২:২২ key status

আউট যশস্বী

উইকেটকিপারের পিছন দিয়ে তুলে মারতে গিয়ে ফিরে গেলেন যশস্বী (৪৫)।

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২১:৫৯ key status

আউট ক্যাডমোর

পাওয়ার প্লে-র মধ্যে ক্যাডমোরকে বোল্ড (২০) করেন লকি ফার্গুসন। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২১:৫৩ key status

ম্যাক্সওয়েলের হাত থেকে সহজ ক্যাচ পড়ল

আরও একটি ক্যাচ ফস্কাল বেঙ্গালুরু। যশ দয়ালের বল পুল করতে গিয়ে ক্যাচ তোলেন ক্যাডমোর। বাউন্ডারিতে সহজ ক্যাচ ফেলেন ম্যাক্সওয়েল। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২১:৪৩ key status

ক্যাচ ফস্কালেন ক্যামেরন গ্রিন

যশ দয়ালের বলে খোঁচা মারেন যশস্বী জয়সওয়াল। বল যায় স্লিপে। গ্রিন ক্যাচ ধরার চেষ্টা করেন। কিন্তু বল তাঁর হাতে লেগে বেরিয়ে যায়। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২১:১৮ key status

শেষ বলে উইকেট সন্দীপের

শেষ বলে সন্দীপ শর্মা আউট করলেন কর্ণ শর্মাকে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করল বেঙ্গালুরু। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২১:১১ key status

আউট মহীপাল লোমরোর

আরও একটি উইকেট নিলেন আবেশ। ৩২ রান করে ফিরলেন লোমরোর।

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২১:০৭ key status

আউট কার্তিক

শেষ পর্যন্ত আবেশ খানের বলেই আউট হলেন দীনেশ কার্তিক। ১১ রান করেছেন তিনি।

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২০:৫৫ key status

আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্ক

ব্যাট করতে নেমে প্রথম বলেই দীনেশ কার্তিককে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কার্তিক রিভিউ নেন। স্নিকোমিটারে দাগ দেখা গেলেও বল ব্যাটে লেগেছে না ব্যাট প্যাডে লেগেছে তা বোঝা যাচ্ছিল না। কিন্তু তৃতীয় আম্পায়ার মনে করেন বল ব্যাটে লেগেছে। কার্তিককে নট আউট দেন তিনি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি রাজস্থানের কোচ কুমার সঙ্গকারা। বিরক্তি প্রকাশ করেন তিনি। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২০:৪১ key status

আউট রজত পাটীদার

ভাল খেলছিলেন পাটীদার। কিন্তু আবেশ খানের বলে বড় শট মারতে গিয়ে ৩৪ রানে আউট হলেন তিনি। বেঙ্গালুরুর অর্ধেক দল আউট।

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২০:৩১ key status

প্রথম বলেই আউট ম্যাক্সওয়েল

দায়িত্বজ্ঞানহীন শট ম্যাক্সওয়েলের। চাপের মুখে অকারণে বড় শট খেলতে গিয়ে ফিরে গেলেন।

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২০:২৯ key status

অশ্বিন ফেরালেন গ্রিনকে

অফ স্পিনারকে ছয় মারতে গিয়ে রভমান পাওয়েলের হাতে ধরা পড়লেন গ্রিন (২৭)।

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ২০:০৮ key status

আউট কোহলি

বড় ধাক্কা খেল বেঙ্গালুুরু। যুজবেন্দ্র চহালের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে ৩৩ রানে আউট হলেন কোহলি। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৯:৫৯ key status

পাওয়ার প্লে শেষে রান ৫০/১

বিরাট ৩০ ও ক্যামেরন গ্রিন ১ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৯:৫৩ key status

আউট ফাফ ডুপ্লেসি

পাওয়ার প্লে-র মধ্যে আউট হয়ে গেলেন ডুপ্লেসি। ট্রেন্ট বোল্টের বল মিড উইকেট অঞ্চলে মারতে গিয়ে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে বসেন ডুপ্লেসি। সামনে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন পাওয়েল। ১৭ রান করলেন বেঙ্গালুরুর অধিনায়ক। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৯:৪৪ key status

ভাল বোলিং রাজস্থানের

পাওয়ার প্লে-র শুরুটা ভাল করেছে রাজস্থান। প্রথম ৩ ওভারে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিকে হাত খোলার বেশি সুযোগ দেননি ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা। 

শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৯:১১ key status

রাজস্থানের প্রথম একাদশ

যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চহাল। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement