যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
রাজস্থানের হয়ে একা লড়াই করে যাচ্ছেন জুরেল। ৫০ রান করে ফেললেন তিনি। তবে দলকে জেতানো কঠিন। ৯ বলে ৪৪ রান প্রয়োজন রাজস্থানের।
নটরাজনের বলে বড় শট খেলতে গিয়ে আউট রভমন পাওয়েল। রাজস্থানের জয়ের আশা প্রায় শেষ। জয়ের জন্য এখনও ৫২ রান প্রয়োজন তাদের। হাতে মাত্র ৩ উইকেট।
অভিষেক এ বার বোল্ড করলেন হেটমেয়ারকে। ধীরে ধীরে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে রাজস্থানের।
পঞ্চম উইকেট হারাল রাজস্থান। এ বার আউট অশ্বিন। তিন উইকেট নিলেন বাংলার শাহবাজ়।
এ বার আউট রিয়ান পরাগ। দ্বিতীয় উইকেট শাহবাজ়ের। বেকায়দায় রাজস্থান।
তৃতীয় উইকেট হারাল রাজস্থান। সঞ্জু আউট হলেন। অভিষেক শর্মার বলে বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন তিনি।
শাহবাজ়ের বলে আউট হলেন যশস্বী। ২১ বলে ৪২ রান করে আউট তরুণ ওপেনার। তিনিই দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁকে তুলে নিলেন বাংলার অলরাউন্ডার।
প্রথম উইকেট হারাল রাজস্থান। কামিন্সের বলে বড় খেলতে গিয়ে উইকেট দিলেন টম কোহলার-ক্যাডমোর। ২৪ রানের মাথায় প্রথম উইকেট হারাল রাজস্থান।
টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করে পাঠিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ১৭৫ রান তুলল হায়দরাবাদ। চেন্নাইয়ের পিচে লড়াই করার জন্য সেই রান কম নয়। শিশির পড়ছে না। ফলে হায়দরাবাদের বল করতে অসুবিধা হবে না। তাই লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমেছিলেন শাহবাজ়। ১৮ বলে ১৮ রান করলেন তিনি।
৫০ রান করেই আউট ক্লাসেন। সন্দীপ শর্মার বলে বোল্ড হলেন তিনি। হায়দরাবাদকে লড়াই করার মতো রান তুলে দিয়েছেন। তবে ক্লাসেন শেষ পর্যন্ত থাকলে সেই রান আরও বাড়তে পারত।
রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অর্ধশতরান করলেন ক্লাসেন। তাঁর ইনিংসই লড়াইয়ে রেখেছে হায়দরাবাদকে। ৩৩ বলে ৫০ রান করলেন ক্লাসেন।
আব্দুল সামাদ বোল্ড। আবেশ খানের বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হলেন তিনি। ষষ্ঠ উইকেট হারাল হায়দরাবাদ।
সন্দীপ শর্মার বলে আউট ট্রেভিস হেড। ২৮ বলে ৩৪ রান করেন তিনি। হায়দরাবাদের ওপেনারকে আউট করে ৪২ রানের জুটি ভাঙলেন সন্দীপ। ১০ ওভারে ৯৯ রান তুলল হায়দরাবাদ।
পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারালেও ৬৮ রান তুলে নিল হায়দরাবাদ।
একের পর এক উইকেট নিচ্ছেন বোল্ট। কিউই পেসারের দাপটে চাপে হায়দরাবাদ। অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠীর পর এডেন মার্করামের উইকেট তুলে নিলেন বোল্ট। ২ বলে ১ রান করে আউট মার্করাম। ক্রিজ়ে রয়েছেন ট্রেভিস হেড এবং হেনরিখ ক্লাসেন।
১৫ বলে ৩৭ রান করে আউট রাহুল ত্রিপাঠী। পাঁচটি চার এবং দু’টি ছক্কা মারেন তিনি। ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন রাহুল।