বিরাট কোহলি (বাঁ দিকে) ও মহেন্দ্র সিংহ ধোনি। পিছনে দেখা যাচ্ছে ফাফ ডুপ্লেসিকেও। ছবি: আইপিএল।
আবার ব্যর্থ শিবম। ১৫ বলে ৭ রান করে ক্যামেরন গ্রিনের বলে আউট হয়ে ফিরলেন তিনি।
ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন রাচিন। ৩৭ বলে ৬১ রান করেন তিনি।
গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম বলে আউট চেন্নাইয়ের অধিনায়ক। শূন্য় রানে ফিরলেন তিনি।
৫ বলে ১৬ রান করে আউট হলেন ম্যাক্সওয়েল। বড় শট মারতে গিয়ে ফিরলেন তিনি।
৬ বলে ১৪ রানের ইনিংস খেললেন কার্তিক। দলের রান ২০০ পার করালেন তিনি। চতুর্থ উইকেট পড়ল বেঙ্গালুরুর।
ভাল খেলছিলেন পাটীদার। শার্দূল ঠাকুরের বলে ছক্কা মারতে গিয়ে ২৩ বলে ৪১ রান করে আউট হলেন তিনি। ১৮৪ রানে তৃতীয় উইকেট পড়ল বেঙ্গালুরুর।
রজত পাটীদার ২৮ ও ক্যামেরন গ্রিন ২২ রান করে খেলছেন। দলের রান ২০০ পার করার চেষ্টা করছেন তাঁরা।
বোলার স্যান্টনারের হাতে লেগে বল উইকেটে লাগে। নন-স্ট্রাইকার ডুপ্লেসি এগিয়ে গিয়েছিলেন। সঠিক সময়ে ব্যাট ক্রিজ়ে ফেরত আনতে পারেননি। হাওয়ায় ভেসেছিল ব্যাট। অনেক ক্ষণ দেখার পর তৃতীয় আম্পায়ার আউট দেন। ৩৯ বলে ৫৪ রান করেন ডুপ্লেসি।
২৯ বলে ৪৭ রান করে আউট হয়ে গেলেন বিরাট। আগের বলেই মিচেল স্যান্টনারকে ছক্কা মেরেছিলেন তিনি। পরের বলে আবার তুলে মারতে যান। ব্যাটে-বলে ঠিক মতো হয়নি। লং অনে ভাল ক্যাচ ধরেন ড্যারিল মিচেল। ৭৮ রানে প্রথম উইকেট পড়ল বেঙ্গালুরুর।
বৃষ্টির থামায় খেলা শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে, স্পিনারদের খেলতে সমস্যা হচ্ছে ব্যাটারদের। বল পিচে পড়ে ঘুরছে। কিছু বল থমকে আসছে। ফলে ব্যাটে-বলে করতে সমস্যা হচ্ছে কোহলি, ডুপ্লেসিদের।
বৃষ্টির কারণে কিছু ক্ষণ খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামার পরে আবার খেলা শুরু হয়েছে। ওভার নষ্ট হয়নি।
৩ ওভার খেলা হওয়ার পরেই শুরু হয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা। মাঠ ঢাকা হয়েছে। দু’দল সাজঘরে ফিরে গিয়েছেন।
ক্রিজ়ে রয়েছেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। বৃষ্টি হওয়ায় ক্রিজ়ে বোলারদের জন্য সুবিধা রয়েছে। তাই প্রথমে একটু দেখে নিয়ে তার পরে হাত খোলার চেষ্টা করছেন তাঁরা।
ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাটীদার, ক্যামেরন গ্রিন, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, কর্ণ শর্মা, যশ দয়াল, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ।
রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, মিচেল স্যান্টনার, শার্দূল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, সিমরজিৎ সিংহ, মাহিশ থিকশানা।