Kolkata Knight Riders vs Chennai Super Kings

চেন্নাইয়ের বিরুদ্ধে যে পথে হারল কলকাতা

রবিবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের সামনে কলকাতা। আগের তিন ম্যাচেই হেরেছেন নীতীশ রানা। অন্য দিকে, ধোনিদের সামনে টানা তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের সুযোগ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৯:০২
Share:

চেন্নাই ক্রিকেটারদের উল্লাস।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২৩:৩১ key status

হার কলকাতার

৪৯ রানে হেরে গেল কলকাতা।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২৩:১০ key status

আউট উইজ়া

তুষারের বলে ১ রানে ফিরলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২৩:০৪ key status

রাসেল আউট

পাথিরানার বলে দুবের হাতে ক্যাচ দিয়ে আউট রাসেল (৯)।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২২:৪৯ key status

আউট জেসন

থিকশানার বল বুঝতে না পেরে বোল্ড জেসন (৬১)।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২২:৪৩ key status

জেসনের অর্ধশতরান

১৮ বলে অর্ধশতরান করলেন তিনি।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২২:৩৮

কলকাতা ১২ ওভারে ১০৯-৪

ক্রিজে জেসন ৪৫ এবং রিঙ্কু ১২ রানে।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২২:১৬ key status

রয়ের ছয়ের হ্যাটট্রিক

নেমেই পরপর তিনটি ছক্কা মারলেন জেসন রয়।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২২:১২ key status

আউট বেঙ্কটেশ

মইনের সোজা বল আড়াআড়ি ভাবে খেলতে গিয়ে আউট বেঙ্কটেশ।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২২:০২ key status

আউট হয়েছেন জগদীশন এবং নারাইন

প্রথম ওভারেই নারাইনকে বোল্ড করেন আকাশ। দ্বিতীয় ওভারে জগদীশনকে ফেরান দেশপান্ডে।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২১:১৮ key status

চেন্নাই ২০ ওভারে ২৩৫-৪

রাহানে ৭১ এবং ধোনি ২ রানে অপরাজিত থাকলেন।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২১:১৪ key status

আউট জাডেজা

৮ বলে ১৮ রানে আউট জাডেজা।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২১:০১ key status

আউট দুবে

৫০ করেই ফিরলেন দুবে। খেজরোলিয়ার বলে রয়ের হাতে ক্যাচ দিলেন তিনি।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২১:০০ key status

এ বার দুবের অর্ধশতরান

২০ বলে অর্ধশতরান শিবম দুবের।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২০:৫৯ key status

রাহানের অর্ধশতরান

প্রাক্তন দলের বিরুদ্ধে ২৪ বলে অর্ধশতরান করলেন রাহানে। মেরেছেন ৪টি চার এবং ৩টি ছয়।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২০:৪১

চেন্নাই ১৪ ওভারে ১৪৫-২

রাহানে ৩৬ এবং দুবে ১৮ রানে ক্রিজে।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২০:২৯ key status

আউট কনওয়ে

বরুণের বলে ছয় মারতে গিয়ে বাউন্ডারির ধারে উইজ়‌ার হাতে ক্যাচ দিলেন কনওয়ে (৫৬)।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২০:১৮ key status

কনওয়ের অর্ধশতরান

আবার অর্ধশতরান করলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। এ বার দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২০:১০

চেন্নাই ৮ ওভারে ৮০-১

ক্রিজে কনওয়ে ৪০ এবং রাহানে ৫ রানে।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২০:০৫ key status

আউট রুতুরাজ

সুযশের বল বুঝতেই পারলেন না রুতুরাজ (৩৫)।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২০:০২

চেন্নাই ৭ ওভারে ৭২-০

ক্রিজে রুতুরাজ ৩৫ এবং কনওয়ে ৩৭ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement