Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

হায়দরাবাদের বিরুদ্ধে যে পথে জিতল কলকাতা

একের পর এক ম্যাচে হেরে চাপে দুই দলই। জেতার জন্য মরিয়া দুই দল মুখোমুখি বৃহস্পতিবার। কলকাতা এবং হায়দরাবাদের মধ্যে সেই ম্যাচে প্রথমে ব্যাট করবে কলকাতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:০১
Share:

উইকেট পেল কেকেআর। —ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২৩:২৬ key status

জিতল কলকাতা

শেষ ওভারে জয় তুলে নিল কলকাতা। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। কিন্তু সেই রান তুলতে পারল না তারা।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২২:০৬ key status

আউট ব্রুক

ইমপ্যাক্ট প্লেয়ার অনুকূলের বলে আউট ব্রুক। হায়দরাবাদের চতুর্থ উইকেট তুলল কেকেআর।

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২২:০৪ key status

পাওয়ার প্লে-তে তিন উইকেট হারাল হায়দরাবাদ

হায়দরাবাদের তিন উইকেট তুলে নিল কলকাতা। মায়াঙ্কের পর অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী আউট। রাসেলের বলে গতি কমতেই আউট হলেন রাহুল। অভিষেকের উইকেট নেন শার্দূল ঠাকুর। হায়দরাবাদ তুলেছে ৫৩ রান।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২১:৪২

আউট মায়াঙ্ক

হর্ষিত রানার বলে আউট মায়াঙ্ক আগরওয়াল। উইকেটরক্ষক গুরবাজের হাতে ক্যাচ দিলেন তিনি। বাউন্সার সামলাতে না পেরে আউট হলেন গুরবাজ।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২১:১৯ key status

১৭১ রান তুলল কেকেআর

হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রান কলকাতার। রিঙ্কু ৪৬ রান করলেন। নীতীশ করলেন ৪২ রান। রাসেল ১৫ বলে ২৪ রান করেন। কেকেআরের কোনও ব্যাটারই সে ভাবে টিকতে পারলেন না। ২০ ওভারে ১৭১ রান তুললেও ৯ উইকেট হারায় কেকেআর।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২০:৪৮ key status

আউট নারাইন

১ রান করে আউট নারাইন। বলের লাইনে না গিয়েই খেলতে গেলেন তিনি। ভুবনেশ্বর কুমারের মন্থর বল বুঝতে না পেরে ক্যাচ দিলেন মায়াঙ্কের হাতে।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২০:৪৩ key status

আউট রাসেল

এ বার ফিরলেন রাসেল। রান এলেও একের পর এক উইকেট হারাচ্ছে কেকেআর। ১৫ বলে ২৪ রান করে আউট রাসেল।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২০:২৯ key status

আউট নীতীশ

৩১ বলে ৪২ রান করে আউট নীতীশ। তিনটি ছক্কা এবং তিনটি চার মেরে আউট তিনি। মার্করামের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন। বেশ কিছুটা দৌড়ে গিয়ে নিজের বলেই ক্যাচ নিলেন হায়দরাবাদের অধিনায়ক।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ২০:০৪ key status

পাওয়ার প্লে শেষে

প্রথম ৬ ওভারে ৪৯ রান তুলল কেকেআর। সেই সঙ্গে তিনটি উইকেটও হারিয়েছে তারা। আউট গুরবাজ, বেঙ্কটেশ এবং জেসন। হায়দরাবাদের পেসার জানসেন তিন ওভার বল করে ফেলেছেন। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:৫৮ key status

আউট জেসন রয়

এ বার আউট জেসন রয়। ৫ ওভারের মধ্যেই তিন উইকেট হারাল কলকাতা। কার্তিক তিয়াগির বলে আউট জেসন।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:৪১ key status

আউট বেঙ্কটেশ

জানসেনের বলে এ বার আউট বেঙ্কটেশ। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেন তিনি। ৭ রানে আউট বেঙ্কটেশ।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:৩৭ key status

আউট গুরবাজ

প্রথম বলেই ছক্কা হাঁকাতে গেলেন গুরবাজ। জানসেনের বলে উইকেট দিলেন তিনি।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:৩৫

প্রথম ওভারে ৮ রান

ভুবনেশ্বরের ওভারে ৮ রান তুলল কেকেআর।

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:১৬ key status

প্রথম একাদশে কারা?

কলকাতার প্রথম একাদশে ফিরলেন জেসন রয়। তিনি ওপেন করবেন গুরবাজের সঙ্গে। বাদ পড়লেন জগদীশন। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৯:০৪ key status

টস জিতল কলকাতা

হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতল কলকাতা। ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নীতীশ রানা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement