ভাল খেলে আউট হয়ে গেলেন নীতীশ রানা। ছবি: আইপিএল
ব্যাট হাতে আবার ব্যর্থ রাসেল। মারকান্ডের বলে বড় শট খেলতে গিয়ে সহজ ক্যাচ দিলেন জানসেনের হাতে। ৩ রানে ফিরলেন তিনি।
নীতীশ রানা এক ওভারে ২৮ রান নিলেন। উমরানের গতি কাজে লাগিয়ে বাউন্ডারি মারলেন কেকেআর অধিনায়ক।
একের পর এক উইকেট হারাচ্ছে কলকাতা। জানসেনের বলে পর পর দু’বলে দু’উইকেট হারাল নাইটরা। তিন উইকেট হারিয়ে ধুঁকছে কলকাতা।
প্রথম ওভারেই আউট গুরবাজ়। ভুবনেশ্বর কুমারের বলে সাজঘরে ফিরলেন কেকেআরের ওপেনার।
কলকাতার বিরুদ্ধে ২২৮ রান করল হায়দরাবাদ। বড় রান তুলে কলকাতাকে চাপে ফেলে দিল।
৫৫ বলে ১০০ রান করলেন ব্রুক। ইডেনে শতরান করলেন তিনি। ১২টি চার এবং তিনটি ছক্কা মারেন ব্রুক।
২১৫ রান তুলে ফেলল হায়দরাবাদ। বড় রানের লক্ষ্য পেতে চলেছে কলকাতা।
১৭ বলে ৩২ রান করলেন অভিষেক। রাসেলের বলে ক্যাচ দিলেন তিনি। আবার চোট রাসেলের। মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
১৮ ওভারেই ২০০ রান হায়দরাবাদের। তিন উইকেট হারালেও রানের গতি কমেনি তাদের।
বরুণ চক্রবর্তীর বলে আউট মার্করাম। ক্যাচ নিলেন রাসেল। মাঠে ফিরে এসেছেন তিনি। ২৬ বলে ৫০ রান করেন মার্করাম।
৩২ বলে ৫০ করলেন হ্যারি ব্রুক। ইংরেজ ব্যাটার ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন।
২ উইকেট হারিয়ে ৯ ওভারে ৮৫ রান তুলল হায়দরাবাদ। রাসেল ২ উইকেট নিলেন। তিনি যদিও চোটের কারণে এই মুহূর্তে মাঠে নেই।
রাসেলের এক ওভারেই জোড়া উইকেট। মায়াঙ্ক এবং রাহুল ত্রিপাঠীকে আউট করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
এ বারের আইপিএলে প্রথম বার বল করলেন রাসেল। প্রথম বলেই উইকেট তুলে নিলেন তিনি। মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন রাসেল।
হ্যারি ব্রুক তিনটি চার মারলেন। প্রথম ওভারেই ১৪ রান তুলে নিল হায়দরাবাদ।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনে খেলেছিল কলকাতা। সেই ম্যাচে বল থমকে আসছিল। শুক্রবার ইডেনে যে ম্যাচ হবে তা আলাদা পিচ। মাটি অনেক শক্ত এবং ঘাস রয়েছে বলে জানা গিয়েছে। ফলে পেসাররা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
নীতীশ জানালেন গত ম্যাচের দল নিয়েই খেলতে নামছেন তাঁরা।