জনি বেয়ারস্টো। —ফাইল চিত্র।
ইডেনে শতরান করলেন বেয়ারস্টো। ৪৫ বলে শতরান করলেন তিনি। পঞ্জাবকে জয়ের আশা দেখাচ্ছেন ইংরেজ ব্যাটার।
জুটি ভাঙলেন নারাইন। বেয়ারস্টো এবং রাইলি রুসো মিলে দ্রুত রান তুলছিলেন। সেই জুটি ভেঙে দিলেন নারাইন। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন রুসো।
এত দিন রান পাচ্ছিলেন না। শুক্রবার ফর্মে ফিরলেন বেয়ারস্টো। ২৩ বলে অর্ধশতরান করলেন।
আউট প্রভসিমরন। নারাইন রান আউট করলেন তাঁকে। ২০ বলে ৫৪ রান করে থামলেন প্রভসিমরন। পঞ্জাবের দুই ওপেনারকে থামানোই যাচ্ছিল না। শেষ পর্যন্ত রান আউট হলেন প্রভসিমরন। পাওয়ার প্লে-র শেষ বলে রান আউট হন তিনি। ৬ ওভারে পঞ্জাব ৯৩ রান তুলল। এই রান তোলার নেপথ্যে ছিলেন প্রভসিমরন।
১৮ বলে ৫০ করলেন প্রভসিমরন। পঞ্জাবের হয়ে বড় রান তোলার কাজটা শুরু করলেন তিনিই।
নাইট দলে শুক্রবার নেই স্টার্ক। সেই জায়গায় প্রথম একাদশে দুস্মন্ত চামিরা। তিনি নিজের প্রথম ২ ওভারে দিলেন ৩০ রান। পেসারদের বিরুদ্ধে অনায়াসে বড় শট খেলছেন বেয়ারস্টোরা।
৪ ওভারে ৫৭ রান তুলে ফেলল পঞ্জাব। দ্রুত রান তুলছে তারা। দুই ওপেনার প্রভসিমরন সিংহ এবং জনি বেয়ারস্টো মিলে দ্রুত রান করছেন।
ইডেনে ২৬১ রান তুলল কেকেআর। শুরুটা করেছিলেন সল্ট এবং নারাইন। মাঝের ওভারে রান করলেন রাসেল এবং বেঙ্কটেশ। শেষবেলায় এক ওভারে শ্রেয়সও ২২ রান করেন। পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল কলকাতা।
১০ বলে ২৮ রান করে আউট নাইট অধিনায়ক। কারেনের ওভারে তিনটি ছক্কা এবং একটি চার মারেন শ্রেয়স।
পঞ্জাবের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন কলকাতার ব্যাটারেরা। দুই ওপেনারের পর রান পেলেন রাসেল এবং বেঙ্কটেশও। তাঁদের দাপটেই ১৬তম ওভারে ২০০ রান পার করল কলকাতা।
আরশদীপের বলে আউট রাসেল। ১২ বলে ২৪ রান করে আউট হলেন কেকেআরের অলরাউন্ডার।
কারেনের বলে আউট সল্ট। বোল্ড হলেন ইংরেজ ওপেনার। ৩৭ বলে ৭৫ রান করেন তিনি।
৭১ রান করে আউট নারাইন। রাহুলের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।
এ বার অর্ধশতরান করলেন ফিল সল্ট। ২৫ বলে ৫০ রান করলেন তিনি। নারাইনের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন সল্ট।
চহারের বল পায়ে লেগেছিল নারাইনের। আউটের সিদ্ধান্ত জানিয়েছিলেন আম্পায়ার। কিন্তু নারাইন রিভিউ নেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন। দেখা গেল নারাইনই ঠিক। বল উইকেটে লাগছিল না। তাই রিভিউ নিয়ে বেঁচে গেলেন নারাইন।
আরও একটি অর্ধশতরান করলেন নারাইন। ২৩ বলে ৫০ রান করলেন তিনি। বাউন্ডারির পর বাউন্ডারি মারছেন নারাইন।
এ বার ক্যাচ ফেললেন রাবাডা। রাহুল চহারের বলে ক্যাচ তুলেছিলেন সল্ট। কিন্তু বল ধরতে পারলেন না রাবাডা।
পাওয়ার প্লে-তেই ৭৬ রান তুলে নিল কেকেআর। দ্রুত রান তুলছেন নাইটদের দুই ওপেনার। সল্ট ২১ বলে ৩৫ রান করেছেন। নারাইন ১৫ বলে ৩৮ রান করেছেন।