IPL 2023

‘চাইলেই উইকেট আসে না, ওটা নিয়ে ভাবি না’, বলছেন কেকেআর স্পিনার নারাইন

ক্যারিবিয়ান রহস্য স্পিনার প্রত্যেক আইপিএলে ছয় থেকে সাতের ঘরে রান দিয়েছেন। গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু চলতি আইপিএলে ছন্দে পাওয়া যাচ্ছে না। তিনি সুনীল নারাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ০৭:০১
Share:

ফুরফুরে: শহরে নারাইন। কেকেআর। ছবি: সুদীপ্ত ভৌমিক।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রায় ১১ বছর খেলছেন তিনি। তাঁর প্রথম বছরেই আইপিএল জিতে ইতিহাস গড়েছিল শাহরুখ খানের দল। ক্যারিবিয়ান রহস্য স্পিনার প্রত্যেক আইপিএলে ছয় থেকে সাতের ঘরে রান দিয়েছেন। গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু চলতি আইপিএলে সেরা ছন্দে পাওয়া যাচ্ছে না তাঁকে। তিনি সুনীল নারাইন। কেকেআরের ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় তিনি জানিয়ে দিলেন, প্রত্যেক বার একই ছন্দে উইকেট পাওয়া সম্ভব নয়। দলকে সাহায্য করাই আসল কাজ।

Advertisement

নারাইন বলেছেন, ‘‘উইকেটের মধ্যে ফিরে আবার ভাল লাগছে। খুবই উপভোগ করছি।’’ যোগ করেন, ‘‘সকলের সময় এক রকম যায় না। চাইলেই উইকেট পাওয়া সম্ভব নয়। কয়েকটা ম্যাচ সত্যি খারাপ গিয়েছে। চেষ্টা করেও ভাল করতে পারিনি। আমি যদিও উইকেট নিয়ে ভাবি না।’’ এখানেই না থেমে নারাইন আরও বলেছেন, ‘‘দলকে কতটা সাহায্য করতে পারছি, সেটাই আসল। আমার পারফরম্যান্সে দল উপকৃত হলেই আমি খুশি।’’

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন দু’টি উইকেট। যা নিয়ে নারাইন বলেন, ‘‘চেন্নাইয়ে বরাবরই ঘূর্ণি পিচ হয়। আমরা সে রকম উইকেটই পেয়েছি। চেষ্টা করেছিলাম দলকে সাহায্য করতে। ম্যাচ শেষে আমি সন্তুষ্ট। এ বার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি, এই ছন্দ বজায় থাকবে।’’

Advertisement

গল্‌ফে মেতে রয়। কেকেআর। ছবি: সুদীপ্ত ভৌমিক।

কেকেআর অধিনায়ক নীতীশ রানার প্রশংসাও করতে ভোলেননি নারাইন। একটি দলে তিন স্পিনারকে ঘুরিয়ে ফিরিয়ে বল করাতে হয় তাঁকে। সেই কাজ যে সহজ নয়, তা মানছেন নারাইন। তিনি নিজেও আবু ধাবি নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং অধিনায়কত্ব করতে গিয়ে কী কী পরীক্ষা দিতে হয়, সবই তাঁর জানা। নারাইনের কথায়, ‘‘কেকেআরে তিন জন স্পিনার রয়েছে। প্রত্যেককে ঘুরিয়ে ফিরিয়ে বল করাতে হয় ওকে। আমার মতে, খুব ভাল কাজ করছে নীতীশ। দায়িত্ব নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছে। ওর নেতৃত্বে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে কেকেআর।’’

সোমবার রাতেই চেন্নাই থেকে কলকাতা পৌঁছে ফিরেছে দল। ২০ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ নাইটদের। মঙ্গলবার তাই বিশ্রাম করলেন ক্রিকেটারেরা। জেসন রয়, লকি ফার্গুসন, এন জগদীশনেরা যদিও গল্‌ফ খেলতে পৌঁছে যান কলকাতার এক জনপ্রিয় গল্‌ফ কোর্সে। বাকিরা হোটেলেই বিশ্রাম নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement