প্রথম স্থানে ধারাবাহিক ‘কথা’ আর ‘ফুলকি’র যুগলবন্দি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
গত দু’সপ্তাহ ধরে ছোট পর্দার দর্শকদের রুদ্ধশ্বাস অপেক্ষা। প্রথম স্থান কি ধরে রাখতে পারবে ‘কথা’? না কি ‘ফুলকি’ আবার হারানো স্থান ফিরে পাবে? দুই ধারাবাহিক জবাব দিয়েছে। দুই ধারাবাহিকই জোট বেঁধে প্রথম স্থানে। ঝুলিতে ৭.৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানেও এ সপ্তাহে যুগলবন্দি। নতুন এসেই এই স্থানে ‘পরিণীতা’, সঙ্গী ‘গীতা এলএলবি’। এই দুই ধারাবাহিকের প্রাপ্তি ৭.৩ পয়েন্ট। তৃতীয় স্থান একাই দখলে রেখেছে স্নেহাশিস চক্রবর্তীর ‘জগদ্ধাত্রী’। সে পেয়েছে ৭.২ নম্বর। সদ্য বারাণসী থেকে শুটিং সেরে ফিরেছেন ধারাবাহিকের অভিনেতারা। দর্শকদের তাই আশা ছিল, আবারও প্রথম স্থানে স্বমহিমায় দাপট দেখাবে ‘জগা’ আর ‘স্বয়ম্ভূ’। চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে ‘উড়ান’, ‘কোন গোপনে মন ভেসেছে’। দু’টি ধারাবাহিক যথাক্রমে পেয়েছে ৬.৯ আর ৬.৭ নম্বর।
রেটিং চার্টের পাঁচ কাহন। ছবি: আনন্দবাজার অনলাইন গ্রাফিক।
এই হল প্রথম পাঁচ ধারাবাহিকের নাম। ষষ্ঠ থেকে দশম স্থানে জায়গা পেল কারা?
রেটিং চার্ট অনুযায়ী, জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি নতুনরাও সমান চর্চায়। যেমন, ৬.৬ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আবারও যৌথ ভাবে জি বাংলার ‘আনন্দী’, স্টার জলসার ‘রাঙামতী তীরন্দাজ’। ছোট পর্দায় পা রেখেই রেটিং চার্টে গৃহপ্রবেশ ঘটেছে ঊষসী রায়ের ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর। নায়িকার ঝুলিতে ৬.৩ পয়েন্ট। ৬.০ পেয়ে সপ্তমে ‘শুভ বিবাহ’। অষ্টমে গৌরব চট্টোপাধ্যায়-ঋতব্রতা চক্রবর্তীর ‘তেঁতুলপাতা’। প্রাপ্তি ৫.৯ নম্বর। ৫.৬ পয়েন্ট পেয়ে নবম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। দশমে ‘দুই শালিক’। ধারাবাহিকের প্রাপ্তি ৫.৪ পয়েন্ট।