চিন্তায় কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ফাইল চিত্র
ফের বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। বাকি আইপিএলে তারা পাচ্ছে না অজিঙ্ক রহাণেকে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তিনি বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন। আইপিএলের পরে ভারতীয় দলের ইংল্যান্ড সফর থেকেও সম্ভবত ছিটকে যাচ্ছেন তিনি।
রহাণে খুব শিঘ্রই বায়ো বাবল থেকে বেরিয়ে আসবেন। তাঁর গ্রেড ৩ হ্যামস্ট্রিং চোট রয়েছে। আইপিএল-এ লিগ পর্বে কলকাতার একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে জিতলে কলকাতা প্লে-অফে যেতে পারে। কোনও ম্যাচই খেলতে পারবেন না রহাণে।
আইপিএল শেষ হলে ভারতীয় দলের ইংল্যান্ড সফর রয়েছে। সেখানে একটি টেস্ট এবং সীমিত ওভারের সিরিজ রয়েছে। তার কোনওটিতেই রহাণেকে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে।
শনিবার পুণেতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে এই চোট পেয়েছিলেন রহাণে। কেকেআর, বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য রহাণের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে মুম্বইতে কেকেআর শিবির থেকে বেরিয়ে রহাণে সরাসরি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাদেমিতে চলে যাবেন। সেখানেই রিহ্যাব চলবে রহাণের। মনে করা হচ্ছে, তাঁর সম্পূর্ণ সুস্থ হতে চার সপ্তাহেরও বেশি সময় লাগবে।