KKR

KKR: পাঁচ কারণ: যার ফলে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স

কোন পাঁচ কারণে ম্যাচ জিতল কলকাতা, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ২৩:৩৪
Share:

ম্যাচ জেতার পরে প্যাট কামিন্স ও বেঙ্কটেশ আয়ার। ছবি: আইপিএল

হেরেই যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় তারা। কোন পাঁচ কারণে ম্যাচ জিতল কলকাতা, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

Advertisement

এক, প্যাট কামিন্সের অবিশ্বাস্য ইনিংস। সাত নম্বরে নেমে ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে চারটি চার, ছ’টি ছক্কা।

দুই, মুম্বইয়ের দুই বাঁহাতি জোরে বোলার টাইমাল মিলস ও ড্যানিয়েল সামসের ছ’ওভারে কামিন্সদের ৮৮ রান নেওয়া।

Advertisement

তিন, ওপেন করতে নেমে বেঙ্কটেশ আয়ারের শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকা। শুরু থেকে শেষ পর্যন্ত এক দিক ধরে রেখেছিলেন তিনি।

চার, অখ্যাত রাসিখ সালামকে খেলানো। জম্মু ও কাশ্মীরের ডান হাতি জোরে বোলার তিন ওভারে মাত্র ১৮ রান দেন।

পাঁচ, মুম্বইয়ের বোলিংয়ে গভীরতা না থাকা। তার পুরো সুযোগ নিয়েছেন কলকাতার ব্যাটররা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement