KKR

KKR: প্রাক্তন নাইটের কাছে হার, মেনে নিয়ে শ্রেয়স বলছেন, ‘ত্রিপাঠী খেলার মেজাজটাই বদলে দিল’

শ্রেয়স প্রশংসা করেছেন দলের ব্যাটারদের। তবে নাইট অধিনায়ক খুশি নন দলের বোলিং নিয়ে। ভুল শুধরে শক্তিশালী ভাবে ফিরে আসার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০০:১১
Share:

হতাশ কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। ফাইল চিত্র

আইপিএলে পর পর দু’ম্যাচ হেরে হতাশ কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার। খেলা শেষ হওয়ার পর সে কথা স্বীকারও করে নিলেন তিনি। একই সঙ্গে শ্রেয়স মেনে নিয়েছেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠীর কাছেই হেরে গেলেন তাঁরা।

ম্যাচের পরে কেকেআর অধিনায়ক বলেন, ‘‘ভাল রান তুলেছিলাম আমরা। ত্রিপাঠী এসে খেলার মেজাজটাই বদলে দিল। ম্যাচটাও আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমাদের থিতু হওয়ার সুযোগই দিল না।’’

Advertisement

স্পষ্টতই তাঁকে হতাশ দেখিয়েছে। শ্রেয়স বলেন, ‘‘খুবই বিধ্বস্ত লাগছে।’’ হায়দরাবাদের বোলারদের কাছেও যে ম্যাচ হারতে হয়েছে, সেটাও জানিয়ে শ্রেয়স বলেন, ‘‘ওদের বোলাররাও ভাল বোলিং করেছে। সুইং পেয়েছে।’’

প্রশংসা করেছেন নিজের দলের ব্যাটারদের। তবে শ্রেয়স একেবারেই খুশি নন দলের বোলিং নিয়ে। বলে, ‘‘ইনিংসের শেষ দিকে আমাদের ব্যাটাররাও ভাল খেলেছে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে ভাল রান তুলেছে। ব্যাটিং ভালই হয়েছে। কিন্তু আমাদের বোলিং ভাল হয়নি।’’

Advertisement

সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরের ম্যাচে ভুল শুধরে শক্তিশালী ভাবে ফিরে আসার আশ্বাস দিয়েছেন কেকেআর অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement