Rohit Sharma

১০ ম্যাচে পাঁচ বার আউট বাঁ হাতি পেসারের বলে, রোহিতের বিরুদ্ধে কী পরিকল্পনা কেকেআরের?

আইপিএলে পাঁচ বার বাঁ হাতি পেসারের বিরুদ্ধে আউট হয়েছেন রোহিত শর্মা। তাঁর বিরুদ্ধে কী পরিকল্পনা করেছে কেকেআর? জানালেন দলের সহকারী কোচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৪ ২০:৪৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে রোহিত শর্মার দুর্বলতা এখনও কাটেনি। চলতি আইপিএলে পাঁচ বার বাঁ হাতি পেসারের বিরুদ্ধে আউট হয়েছেন রোহিত। তাঁর বিরুদ্ধে কী পরিকল্পনা করেছে কেকেআর? জানালেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার।

Advertisement

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে নায়ারকে প্রশ্ন করা হয় রোহিতের দুর্বলতা নিয়ে। কেকেআরে মিচেল স্টার্ক আছেন। চলতি আইপিএলে খুব একটা ভাল বল করছেন না তিনি। রোহিতের বিরুদ্ধে কি তাঁকেই ব্যবহার করবে কেকেআর?

জবাবে নায়ার বলেন, “আমরা বাঁ হাতি পেসারের বিরুদ্ধে রোহিতের দুর্বলতার কথা জানি। হতে পারে এ বার এখনও নিজের সেরা বল করতে পারেনি স্টার্ক, কিন্তু ওর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। রোহিতের বিরুদ্ধে স্টার্ক বড় ভূমিকা নিতে পারে। রোহিতকে নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি। মাঠে নেমে সেটা কাজে করতে হবে।”

Advertisement

কেকেআর দলে মুম্বইয়ের কয়েক জন ক্রিকেটার রয়েছেন। নায়ার নিজে মুম্বইয়ের। অধিনায়ক শ্রেয়স আয়ারও তাই। তাতে কি বাড়তি সুবিধা পাবে কেকেআর? জবাবে নায়ার বলেন, “সাধারণত লম্বা ফরম্যাটে অভিজ্ঞতা কাজে লাগে। ছোট ফরম্যাটে সেটা হয় না। ওয়াংখেড়েতে প্রচুর রান হয়। টি-টোয়েন্টিতে পিচের উপরেও অনেক কিছু নির্ভর করে। তাই মুম্বইয়ে খেলার অভিজ্ঞতা থাকলেই তাতে বড় উপকার হবে না। আমাদের ভাল খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী ক্রিকেটারদের খেলার ধরনে বদল করতে হবে। ৪০ ওভারে যে ভাল খেলবে সেই দলই জিতবে।”

নাইট রাইডার্সের বোলিং এখনও পর্যন্ত খুব একটা ভাল হয়নি। দু’বার ২০০ রানের বেশি করে হারতে হয়েছে। বোলারদের খুব বেশি দোষ দিচ্ছেন না নায়ার। সহকারী কোচ বলেন, “বোলারেরা আরও ভাল বল করতে পারত। কিন্তু ইডেন গার্ডেন্সের যা উইকেট তাতে বোলারদেরও কিছু করার থাকে না। এ বার ব্যাটারেরা দাপট দেখাচ্ছে। পুরো ২০ ওভার আগ্রাসী ব্যাটিং করছে। তাই বোলারদের সমস্যা হচ্ছে। তবে গত ম্যাচে আমরা যেমন বল করেছি মুম্বইয়ের বিরুদ্ধেও সেটা করার চেষ্টা করব। আশা করছি বোলারেরা নিজেদের কাজটা করতে পারবে।”

আইপিএলে এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। কী ভাবে এতটা সফল হচ্ছে দল? নায়ার জানিয়েছেন, তাঁরা খুব একটা বেশি কিছু ভাবছেন না। সাজঘরের পরিবেশ ভাল রাখার চেষ্টা করছেন। একটা করে ম্যাচ ধরে এগোচ্ছেন। দলে কয়েক জন নতুন ক্রিকেটার এসেছেন। তাঁরা ভাল খেলছেন। এই সব কারণে দল সাফল্য পাচ্ছে বলে জানিয়েছেন নায়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement