এ বারের আইপিএলের শুরুতেই চাপে কলকাতা। ছবি: টুইটার।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। তার উপর শাকিব আল হাসান আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ধাক্কা খেয়েছে কলকাতা শিবির। কলকাতা শিবিরে এ সব নিয়ে অবশ্য উদ্বেগ নেই। মেজাজেই রয়েছেন ক্রিকেটাররা।
আইপিএলের ব্যস্ততার মাঝে অন্য খেলায় মজে কলকাতার অলরাউন্ডার বেঙ্কটেশ আয়ার। প্রথম ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি মধ্যপ্রদেশের ক্রিকেটারের। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে মাঠে নেমেছিলেন পঞ্জাবের বিরুদ্ধে। ব্যাট হাতে দলের ইনিংসকে ভরসা দেওয়ার চেষ্টা করলেও জেতাতে পারেননি। তবু অন্য খেলায় মজে রয়েছেন বেঙ্কটেশ।
কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত শৃঙ্খলার ব্যাপারে অত্যন্ত কঠোর। তা-ও সুযোগ খুঁজে নিয়ে টেলিভিশনের সামনে বসে পড়েছিলেন বেঙ্কটেশ। ক্রিকেট প্রথম পছন্দ হলেও তিনি ডব্লিউডব্লিউই-র ভক্ত। সময়, সুযোগ পেলেই বসে পড়েন টেলিভিশনের সামনে। কুস্তিগির রোমান রেইনস ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন কোডি রোডসকে পরাজিত করে। তাঁদের লড়াই দেখতে টেলিভিশনের সামনে বসে পড়েছিলেন বেঙ্কটেশ। ডব্লিউডব্লিউই ম্যাচে জয়ী কুস্তিগিরকে যে ধরনের বেল্ট দেওয়া হয়, তেমন বেল্ট নিয়ে বেঙ্কটেশ উচ্ছ্বাসও প্রকাশ করেন লড়াইয়ের পর।
বেঙ্কটেশের ডব্লিউডব্লিউই প্রীতি প্রকাশ্যে নিয়ে এসেছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআর। তরুণ অলরাউন্ডারের ডব্লিউডব্লিউই দেখার ভিডিয়ো তারা ভাগ করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। ক্রিকেটের ব্যস্ততার মধ্যে হালকা মেজাজে থাকার জন্যই বেঙ্কটেশ বেছে নিয়েছিলেন ডব্লিউডব্লিউই।