হার দিয়ে আইপিএল অভিযান শুরু কলকাতার, ৭ রানে জয় পঞ্জাবের
নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অধিনায়ক নীতীশ রানার পরীক্ষা মোহালিতে। প্রথম বার খেলতে নামছে কেকেআর। পঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাইবে তারা।
Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৫:০১
Share:
কলকাতার হয়ে কিছুটা পাল্টা লড়াই করলেন রাসেল।ছবি: আইপিএল।
গুরবাজ়কে (২২) আউট করলেন এলিস। ৪.২ ওভারে কলকাতা ২৯/৩।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:০৮
৩ ওভারে কলকাতা ২৪/২
ব্যাট করছেন গুরবাজ় (১৭) এবং বেঙ্কটেশ (১)।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৮:০২
আউট অনুকূল
অনুকূলকে (৪) আউট করলেন আরশদীপ। কলকাতা ১৭/২।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৫৭
আউট মনদীপ
মনদীপকে (২) আউট করলেন আরশদীপ। কলকাতা ১৩/১।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৫৫
১ ওভারে কলকাতা ১৩/০
ব্যাট করছেন মনদীপ (২) এবং গুরবাজ় (১১)।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৫৫
শুরু হল কলকাতার ইনিংস
২১ মিনিট দেরিতে শুরু হল কেকেআরের ইনিংস।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:৩৭
ব্যাট করতে নেমেও উঠে যেতে হল কেকেআরকে
স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বালাতে দেরি হওয়ায় শুরু করা গেল না কলকাতার ইনিংস।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:২২
কলকাতার সামনে ১৯২ রানের লক্ষ্য
পঞ্জাব প্রথমে ব্যাট করে ১৯১ রান করে। দু’টি উইকেট নেন সাউদি। একটি করে উইকেট নেন উমেশ, নারাইন এবং বরুণ। যে ভাবে শুরু থেকে রান তুলছিল পঞ্জাব তাতে ২০০ পার হয়ে যাবে মনে করা হচ্ছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৬:৪৫
আউট ধাওয়ান
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড শিখর ধাওয়ান। ৪০ রান করে আউট পঞ্জাবের অধিনায়ক।
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৬:৪৪
১৪ ওভারে ১৪২ রান
উইকেট হারালেও রানের দাপট কমছে না। পঞ্জাবের যে ব্যাটারই নামছেন তিনিই মারমুখী হয়ে রয়েছেন। একের পর এক ব্যাটার আসছেন এবং বোলারদের মাঠের বাইরে পাঠাচ্ছেন।