IPL 2022

IPL 2022: সব বোলার যখন মার খাচ্ছেন, তখন খেল দেখাল কব্জির মোচড়

কুলদীপের বলে মিড উইকেটে মারতে গিয়ে ক্যাচ দেন রোহিত। মুম্বই দলের ওপেনিং জুটি ভেঙে দেন বাঁহাতি স্পিনার। বলের গতি কমিয়েই রোহিতকে চমক দেন তিনি। অনমলপ্রীতকে আউট করার সময় অফ স্টাম্পের বাইরে বল রাখেন কুলদীপ। লং অফে সেই বল ক্যাচ তুলে দেন অনমলপ্রীত। মুম্বই আরও বড় রান তুলতেই পারত। কিন্তু কুলদীপের চাপেই মুম্বইয়ের রান আটকে যায় ১৭৭ রানে। পোলার্ডের উইকেটটিও নেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৬:১৬
Share:

মুরুগান অশ্বিন এবং কুলদীপ যাদব। ছবি: আইপিএল

রবিবারের দুপুরের ম্যাচ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথমে শার্দূল ঠাকুর, অক্ষর পটেলরা বিপুল মার খান ঈশান কিশানদের হাতে। এর পর দ্বিতীয় ইনিংসে ড্যানিয়েল স্যামস, যশপ্রীত বুমরাদের বিপুল পেটান ললিত যাদবরা। কিন্তু দুই দলের রিস্ট স্পিনাররা (কব্জির মোচড়ে স্পিন করেন যাঁরা) ভেল্কি দেখিয়ে যান।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে সেরা হন কুলদীপ যাদব। দিল্লি দলের এই রিস্ট স্পিনারকে সেরা বেছেছিল আনন্দবাজার অনলাইনও। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে চলে যান তিনি। ফিরিয়ে দেন রোহিত শর্মা, অনমলপ্রীত সিংহ এবং কায়রন পোলার্ডদের। দিল্লি ব্যাট করার সময় বাকি বোলার যখন মার খাচ্ছেন, সেই সময় চমক দেখান মুরুগান অশ্বিন। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে দু’টি উইকেট নেন। দিল্লির টিম সেইফার্ট এবং মনদীপ সিংহকে ফিরিয়ে দেন তিনি।

Advertisement

কুলদীপের বলে মিড উইকেটে মারতে গিয়ে ক্যাচ দেন রোহিত। মুম্বই দলের ওপেনিং জুটি ভেঙে দেন বাঁহাতি স্পিনার। বলের গতি কমিয়েই রোহিতকে চমক দেন তিনি। অনমলপ্রীতকে আউট করার সময় অফ স্টাম্পের বাইরে বল রাখেন কুলদীপ। লং অফে সেই বল ক্যাচ তুলে দেন অনমলপ্রীত। মুম্বই আরও বড় রান তুলতেই পারত। কিন্তু কুলদীপের চাপেই মুম্বইয়ের রান আটকে যায় ১৭৭ রানে। পোলার্ডের উইকেটটিও নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে মুরুগানের বলে রান তুলতে অসুবিধায় পড়ে দিল্লি। সেখানেও ইনিংসের প্রথম উইকেটটি নেন মুরুগান। সেটা তাঁর প্রথম ওভার ছিল। তৃতীয় বলে সেইফার্টকে ফিরিয়ে দেন তিনি। মুরুগানের গুগলিতে বোল্ড হয়ে যান নিউজিল্যান্ডের উইকেটরক্ষক। সেই ওভারের পঞ্চম বলে মনদীপ সিংহকেও ফিরিয়ে দেন কুলদীপ। ফুলটস বলে ক্যাচ তুলে দেন দিল্লির ব্যাটার।

Advertisement

যে ম্যাচে শার্দূল ঠাকুর ৪ ওভারে ৪৭ রান দিয়েছেন, অক্ষর পটেল দিয়েছেন ৪০ রান, বুমরা ৩.২ ওভারে ৪৩ রান দিয়েছেন, সেই ম্যাচে কুলদীপ এবং মুরুগান দেখান স্পিনের জাদু। যে জাদুতে আচ্ছন্ন হয়ে থাকেন ব্যাটাররা। মুম্বইয়ের ব্র্যাবোর্নে কি তবে স্পিনারদের রাজত্ব চলবে? একটি মাত্র ম্যাচ হওয়ায় এখনও নিশ্চিত ভাবে সেটা বলা না গেলেও, ইঙ্গিত দিয়ে রাখলেন কুলদীপরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement