IPL 2022

IPL 2022: হার্দিকদের কাছে হার নিয়ে বেশি ভাবতে নারাজ লখনউয়ের অধিনায়ক রাহুল

এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি লখনউ সুপার জায়ান্টসের। হার্দিক পাণ্ড্যদের কাছে ব্যাটিং ব্যর্থতার জেরে হারতে হয়েছে লোকেশ রাহুলদের। সেই হারে হতাশ হলেও বেশি চিন্তা করতে নারাজ লখনউয়ের অধিনায়ক রাহুল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৬:৫৩
Share:

কোথায় ম্যাচ হেরেছেন, জানালেন রাহুল ফাইল চিত্র

গুজরাত টাইটান্সের কাছে হারের ফলে এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি লখনউ সুপার জায়ান্টসের। হার্দিক পাণ্ড্যদের কাছে ব্যাটিং ব্যর্থতার জেরে হারতে হয়েছে লোকেশ রাহুলদের। সেই হারে হতাশ হলেও বেশি চিন্তা করতে নারাজ লখনউয়ের অধিনায়ক রাহুল।

ম্যাচ শেষে রাহুল বলেন, ‘‘এই হারে আমি হতাশ। তাই বলে বসে বসে বেশি ভাবতে যাব না। কারণ তাতে অনেক সময় নষ্ট হয়। তার চেয়ে পরের ম্যাচে মাঠে নেমে জেতার চেষ্টা করব। দলের ক্রিকেটারদের বলেছি, মাথা ঠান্ডা রেখে পরের ম্যাচের কথা ভাবতে।’’

Advertisement

কঠিন পরিস্থিত থেকে জেতা তাঁদের শিখতে হবে বলে জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘‘উইকেট খুব সহজ ছিল না। গত ২-৩ ম্যাচে আমরা এই মাঠে এমন পিচই দেখেছি। লক্ষ্য কম থাকলেও আমরা জানতাম ব্যাট করা সহজ হবে না। আমরা খুব ভাল বল করেছি। কিন্তু ভাল ব্যাট করতে পারিনি। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খারাপ পরিস্থিতি থেকে জেতা শিখতে হবে আমাদের। এ ভাবে ম্যাচ হারলে চলবে না।’’

কী কারণে তাঁরা হেরেছেন সে কথাও জানান রাহুল। তিনি বলেন, ‘‘আমাদের ভাল ব্যাট করা উচিত ছিল। কিছু শট খুব খারাপ খেলেছি। বাজে রানআউট হয়েছে। আমাদের পাওয়ার-প্লে কাজে লাগাতে হত। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু ওদের বোলাররা দারুণ বল করেছে। তাই শুরুটা ভাল হয়নি। জুটি বাঁধতে পারিনি আমরা। এখনও অনেক কিছু শিখতে হবে। তবেই সামনের ম্যাচে ভাল খেলতে পারব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement