IPL 2022

IPL 2022: ঠিক কোথায় কলকাতাকে হারাল হায়দরাবাদ, খোলসা করলেন অধিনায়ক উইলিয়ামসন

তরুণ উমরান মালিকের নামও উঠে এসেছে উইলিয়ামসনের কথায়। তিনি বলেন, ‘‘উমরানের গতি আমাকে মুগ্ধ করেছে। ক্রমাগত ১৫০ কিলেমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারে। কোনও বলে চার-ছক্কা হলেও হতাশ হয় না। পরের বলটা সমান উদ্যমে করে। প্রতি দিন আরও উন্নতি করার চেষ্টা করছে উমরান। সেটা দেখতে পাচ্ছি।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০০:০৬
Share:

ম্যাচ জিতে খুশি উইলিয়ামসন ছবি: আইপিএল

প্রথম দুই ম্যাচে হারের পরে জয়ের হ্যাটট্রিক করেছে দল। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে লিগ তালিকায় উপরে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের জয়ে খুশি অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্দিষ্ট পরিকল্পনা করেই যে তাঁরা কলকাতাকে হারিয়েছেন তা ম্যাচ শেষে খোলসা করলেন উইলিয়ামসন।
ম্যাচ শেষে হায়দরাবাদের অধিনায়ক বলেন, ‘‘কলকাতার বিরুদ্ধে প্রথমেই উইকেট তোলা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই মতো পরিকল্পনা করেছিলাম। সেটা করতে পেরেছি। শেষ দিকেও বেশি রান দেয়নি বোলাররা। পরে ব্যাট করার সময় শিশির পড়ায় কিছুটা সুবিধা হয়েছে। সব মিলিয়ে আদর্শ জয় এসেছে। আমরা আরও এক ধাপ উঠলাম।’’

Advertisement

ম্যাচ জেতার দুই নায়ক রাহুল ত্রিপাঠি ও এডেন মার্করামের প্রশংসা করেছেন উইলিমায়সন। তিনি বলেন, ‘‘ত্রিপাঠি ও মার্করাম দু’জনেই অসাধারণ ব্যাট করেছে। দু’জন দুই ধরনের ক্রিকেটার। মার্করাম পেসের বিরুদ্ধে ভাল খেলে। ত্রিপাঠি আবার স্পিনারদের বিরুদ্ধে বড় শট সহজে মারতে পারে। ওরা নিজেদের কাজটা করেছে।’’

তরুণ উমরান মালিকের নামও উঠে এসেছে উইলিয়ামসনের কথায়। তিনি বলেন, ‘‘উমরানের গতি আমাকে মুগ্ধ করেছে। ক্রমাগত ১৫০ কিলেমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারে। কোনও বলে চার-ছক্কা হলেও হতাশ হয় না। পরের বলটা সমান উদ্যমে করে। প্রতি দিন আরও উন্নতি করার চেষ্টা করছে উমরান। সেটা দেখতে পাচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement