ফ্যাফ ডুপ্লেসি। ছবি পিটিআই।
এ বারেও স্বপ্নভঙ্গ। গত বারের মতো ও বারেও প্লে-অফে উঠে ফাইনালে ওঠা হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। রাজস্থান রয়্যালসের কাছে হারলেন বিরাট কোহলীরা। অধিনায়ক বদলেও ভাগ্য বদল হল না বেঙ্গালুরুর। কিন্তু ম্যাচ হারার পরেও আশার কথা শোনালেন দলের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তাঁর মুখে শোনা গেল অন্য পরিকল্পনার গল্প।
ম্যাচ শেষে ডুপ্লেসি বলেন, ‘‘আমরা শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। তার পরেও দলের ক্রিকেটারদের নিয়ে আমি গর্বিত। বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার পেয়েছি। আমাদের তিন বছরের পরিকল্পনা রয়েছে। সেটার দিকে লক্ষ্য রাখছি। তার সব থেকে বড় উদাহরণ রজত পাটীদার। আরও অনেক ক্রিকেটার আগামী দিনে দেখতে পাব। তা ছাড়া হর্ষল, কার্তিকের মতো ক্রিকেটাররা আইপিএলের জোরে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। এগুলো আমাদের কাছে খুব ইতিবাচক।’’
কোথায় ম্যাচ হেরেছেন সে কথাও জানিয়েছেন ডুপ্লেসি। তাঁর মতে, দলের ব্যাটিং তাঁদের ডুবিয়েছে। তিনি বলেন, ‘‘নতুন বলে খেলতে সমস্যা হচ্ছিল। টেস্ট লেংথে বল করছিল ওরা। তার পরেও ১৮০ রান অন্তত করতে হত। সেটা আমরা করতে পারিনি। তার পরেও যে ভাবে সমর্থকরা আমাদের জন্য গলা ফাটিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আগামী বছর ওদের মুখে হাসি ফোটাতে পারব।’’