Marcus Stoinis

IPL 2022: ডি’কক নয়, কলকাতাকে হারানোর আসল কারিগর অন্য কেউ, জানালেন স্টোইনিস

ওপেন করতে নেমে অসাধারণ খেলেন কুইন্টন ডি’কক। অপরাজিত ১৪০ করেন। কিন্তু ম্যাচের মোড় ঘোরাতে সাহায্য করেছেন অন্য ক্রিকেটার, দাবি স্টোইনিসের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৭:৪০
Share:

কাকে ম্যাচের সেরা বাছলেন স্টোইনিস ছবি আইপিএল

শেষ ওভারে ম্যাচ প্রায় বের করে দিয়েছিলেন রিঙ্কু সিংহ। কিন্তু এভিন লুইসের একটি দুরন্ত ক্যাচে ম্যাচের মোড় ঘুরে গেল। শেষ পর্যন্ত ওই একটা ক্যাচই পার্থক্য গড়ে দিল লখনউ বনাম কলকাতার ম্যাচে। জিতে শেষ চার নিশ্চিত করল লখনউ। কলকাতা বিদায় নিল। ম্যাচের পর মার্কাস স্টোইনিস স্বীকার করে নিলেন, তাঁদের কাছে ম্যাচের সেরা লুইসই।

৭০ বলে ১৪০ রান করার জন্য কুইন্টন ডি’কককে আইপিএলের তরফে ম্যাচের সেরা বাছা হলেও স্টোইনিস জানালেন, এই পুরস্কারের আসল প্রাপক লুইসই। তাঁর কথায়, “আমার মনে হয় না ও নিজেও জানত ক্যাচটা ওর কাছে যাবে। একটা হাত বাড়িয়ে দিয়েছিল এবং বল ওর হাতে জমে যায়। আমরা ওকেই ম্যাচের সেরার পুরস্কারটা দিচ্ছি। গোটা ম্যাচে খুব ঠান্ডা মাথায় ছিল ও। ব্যাট করার জন্য মুখিয়ে ছিল। শেষ পর্যন্ত এক হাতে ক্যাচ নিয়েই ম্যাচটা শেষ করে দিল। এটাই খেলাটার মজা।”

Advertisement

কেকেআরের ম্যাচে ফেরার আশা এক সময় শেষই হয়ে গিয়েছিল। কিন্তু হাল না ছাড়া মনোভাব নিয়ে শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যান রিঙ্কুই। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement