তাই উইকেট নেওয়াই ছিল লক্ষ্য।’’ যোগ করেছেন, ‘‘ঠিক জায়গায় বল ফেলে ভাল উইকেট নেওয়াই আমার প্রাথমিক লক্ষ্য। ঘণ্টায় ১৫৫ কিমি বা তার চেয়ে বেশি গতিতে বল! উপরওয়ালা চাইলে একদিন সেটাও করতে পারব।’’
উত্থান: আইপিএলে আগুনে গতিতে নজর কাড়ছেন উমরান। ফাইল চিত্র
উমরানকে দেখে উচ্ছ্বসিত সুনীল গাওস্কর। তিনি সব চেয়ে খুশি উমরানকে প্রায় সব বল ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে করতে দেখে। বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে উমরান আইপিএলে প্রথম বার পাঁচ উইকেট নিয়েছেন। পঞ্চম উইকেট নেওয়ার সময় কমেন্ট্রি বক্সে গাওস্কর কী কী করছিলেন তার বর্ণনা দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। জানিয়েছেন, উমরান পঞ্চম উইকেট নেওয়ার পরে সানি লাফিয়ে কমেন্ট্রি বক্সের ছাদে ঘুষি মেরে চিৎকার করছিলেন!
পিটারসেনের কাছে যে দৃশ্য মাঠে উমরানের আনন্দ করার থেকেও বেশি দৃষ্টিনন্দন মনে হয়েছে, ‘‘সানি এ রকমটা একটা কারণেই করল। ভারতে খুব কমই এতটা মারাত্মক গতিসম্পন্ন বোলার দেখা যায় বলে। শুধু তো গতি নয়। অবিশ্বাস্য লেংথে ছেলেটা বল রেখেছে। এই স্তরের নিখুঁত বোলিং মুগ্ধ করতে বাধ্য।’’
গাওস্কর নিজে বলছেন, ‘‘ছেলেটা কতটা নিখুঁত লক্ষ্য করে যান। অথচ গতির কখনও তারতম্য হচ্ছে না। সাধারণত দেখা যায়, মারাত্মক জোরে বোলাররা একটা সময়ের পরে নিশানা ঠিক রাখতে পারে না। উমরান কিন্তু সারাক্ষণ প্রতিটি বল স্টাম্পে রেখে যাচ্ছে।’’
প্রত্যাশিত ভাবেই পাঁচ উইকেট নেওয়া উমরান এই মুহূর্তে আইপিএলের সর্বাধিক উইকেটশিকারিদের তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন ১৫ উইকেটে। আট ম্যাচে। উমরান এ বার ডেল স্টেনের মতো প্রাক্তন তারকা পেসারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। যিনি এ বারই হায়দরাবাদ দলে যোগ দিয়েছেন পেসারদের বোলিং কোচ হয়ে। স্টেনও ডাগআউটে উমরানের বোলিং দেখে উদ্বেল হয়ে উঠছিলেন। আর গাওস্কর যোগ করেছেন, ‘‘হয়তো এখনই ও ভারতীয় দলে প্রথম এগারোয় সুযোগ পাবে না। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়, যশপ্রীত বুমরা, উমেশ যাদবরা থাকায়। কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানোর সুযোগ পাওয়াও বিরাট ব্যাপার। দেখা যাক, শেষ পর্যন্ত উমরানের কী হয়। আমি সবসময় বলব, একটা টেস্ট আর কয়েকটা সীমিত ওভারের ম্যাচের জন্য হলেও ওকে ইংল্যান্ডে
নিয়ে যাওয়া হোক।’’
উমরানের বোলিংয়ে খুশি উইলিয়ামসনও, ‘‘উমরান ম্যাচের পর ম্যাচ অসাধারণ বোলিং করে মুগ্ধ করে চলেছে। ওকে নিয়ে ঠিক কী কী বলা যায় নিজেই বুঝতে পারছি না।’’ উমরান বুধবার গুজরাতের ঋদ্ধিমান সাহাকে আউট করেছেন ১৫৩ কিমি প্রতি ঘণ্টায় ধেয়ে যাওয়া ইয়র্কারে। তিনি জানিয়ে দিয়েছেন একদিন ১৫৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করতে চান। তবে আপাতত বল ঠিক জায়গায় রেখে হায়দরাবাদের হয়ে উইকেট নিয়ে দলকে জেতানোই লক্ষ্য তাঁর। ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে উমরান বলেন, ‘‘নিখুঁত নিশানায় গতিতে বল করে উইকেট নেওয়াই ছিল আমার পরিকল্পনা। যেমন হার্দিক (পাণ্ড্য) ভাইকে বাউন্সারে ও ঋদ্ধিমানকে ইয়র্কারে বোল্ড করেছি। মাঠ ছোট ছিল। তাই উইকেট নেওয়াই ছিল লক্ষ্য।’’ যোগ করেছেন, ‘‘ঠিক জায়গায় বল ফেলে ভাল উইকেট নেওয়াই আমার প্রাথমিক লক্ষ্য। ঘণ্টায় ১৫৫ কিমি বা তার চেয়ে বেশি গতিতে বল! উপরওয়ালা চাইলে একদিন সেটাও করতে পারব।’’