Jayaraman Madanagopal

Madanagopal: গোটা মাঠ হাসালেন, চিনে নিন আইপিএলের মদনগোপালকে

জোড়া হাস্যকর সিদ্ধান্ত নেওয়া মদনগোপালই তখন টিভি ক্যামেরার ফোকাস। ধারাভাষ্যকাররাও রসিকতা শুরু করলেন। দর্শকরাও হাসিতে লুটোপুটি খাচ্ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৯:৫১
Share:

জয়রামন মদনগোপাল। ছবি: টুইটার

কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ডেভিড ওয়ার্নার, কুলদীপ যাদবদের পাশাপাশি নজর কাড়লেন অন ফিল্ড আম্পায়ার জয়রামন মদনগোপাল। কোনও কৃতিত্বের জন্য অবশ্য নয়। ভুল এবং হাস্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিরল হ্যাটট্রিকের সুযোগও হারালেন তিনি।

রঞ্জি ট্রফিতে ভাল পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছেন আইপিএলে। কিন্তু তামিলনাড়ুর প্রাক্তন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গেল এ দিন। কলকাতার ইনিংসের প্রথম বলেই অজিঙ্ক রহাণের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন। ঋষভ পন্থ, বোলার মুস্তাফিজুর রহমান আউটের জোরাল আবেদন করতেই সাড়া দিলেন মদনগোপাল। বিস্মিত রহাণে ডিআরএস-এর আবেদন জানালেন। দেখা গেল বল রহাণের ব্যাটেই লাগেনি। তৃতীয় আম্পায়ার সৈয়দ খালিদ জানিয়ে দিলেন নটআউট।

Advertisement

দ্বিতীয় বলেই রহাণের বিরুদ্ধে আবার জোরাল আবেদন দিল্লির ক্রিকেটারদের। এবার এলবিডব্লিউ-র। সঙ্গে সঙ্গে আউটের সিদ্ধান্ত জানালেন মদনগোপাল। এ বার আরও বেশি বিস্মিত রহাণে হেসে ফেললেন এবং রিভিউয়ের আবেদন করলেন। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার এবারও জানিয়ে দিলেন রহাণে আউট হননি। মুস্তাফিজুরের বল রহাণের প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছে। এবারও আউট নন তিনি।

পর পর দু’বলে ভুল সিদ্ধান্ত। তাও আবার কলকাতার ইনিংসের প্রথম দু’বলেই। জোড়া হাস্যকর সিদ্ধান্ত নেওয়া মদনগোপালই তখন টিভি ক্যামেরার ফোকাস। ধারাভাষ্যকাররাও রসিকতা শুরু করলেন। ব্রেবোনের দর্শকরাও হাসিতে লুটোপুটি খাচ্ছেন।

Advertisement

পরিস্থিতি বুঝতে পারেন মদনগোপালও। লজ্জায় তখন তাঁর মুখ লাল। অভিব্যক্তিহীন। কিন্তু মুখ আর লুকোবেন কোথায়। মাঠেই এদিক ওদিক তাকিয়ে সামাল দেওয়ার চেষ্টা করলেন। তাতে অবশ্য তাঁকে নিয়ে রসিকতা থামল না। আম্পায়ারিং শুরুর ছয় বছর পর আইপিএলে ম্যাচ খেলানোর সুযোগ পেয়েছেন মদনগোপাল। কলকাতা-দিল্লি ম্যাচে পর পর দু’টি ভুল সিদ্ধান্ত নিয়ে গোটা মাঠকে হাসালেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement