IPL 2022

IPL 2022: রোহিতদের দলের এই ক্রিকেটারকে ভারতের হয়ে সব ফরম্যাটে দেখতে চান গাওস্কর

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব থেকে বেশি রান করেছেন তিলক বর্মা। তিনি পরবর্তীতে ভারতীয় দলে খেলতে পারেন বলেই মত গাওস্করের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১৬:৩২
Share:

রোহিতদের দলের কোন ক্রিকেটারের প্রশংসায় গাওস্কর ফাইল চিত্র

মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলে ভাল খেলতে না পারলেও ব্যাট হাতে নজর কেড়েছেন তিলক বর্মা। তাঁর প্রশংসা শোনা গিয়েছে দলের অধিনায়ক রোহিত শর্মার মুখে। তরুণ এই ক্রিকেটারের ব্যাটিংয়ে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্করও। তাঁর মতে, ভারতের হয়ে সব ফরম্যাটের ক্রিকেটে ভাল ব্যাটার হয়ে ওঠার সমস্ত গুণ রয়েছে তিলকের মধ্যে।

একটি টেলিভিশন শোয়ে তিলকের প্রসঙ্গে গাওস্কর বলেন, ‘‘তিলকের মানসিকতা খুব ইতিবাচক। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওর ইনিংসটা ধরা যাক। ও এমন একটা সময়ে ব্যাট করতে নেমেছিল যখন দল চাপে। কিন্তু শুরুতে ও সিঙ্গল, ডাবলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখে। তার পরে হাত সেট হয়ে গেলে বড় শট খেলা শুরু করে। এর থেকেই বোঝা যাচ্ছে ওর পরিকল্পনা কতটা স্পষ্ট।’’

Advertisement

নিজের শক্তি সম্বন্ধে কোনও ক্রিকেটারের স্পষ্ট ধারণা থাকলে তাঁকে আটকানো কঠিন বলেই মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘যদি নিজের শক্তি সম্পর্কে কোনও ক্রিকেটারের স্পষ্ট ধারণা থাকে তা হলে সে ঠিক মতো পরিকল্পনা করতে পারে। কোনও পরিস্থিতিতেই খেলতে তার সমস্যা হয় না। রোহিত ঠিকই বলেছে যে তিলক ভারতের হয়ে সব ফরম্যাটে খেলার যোগ্যতা রাখে। কারণ ব্যাকরণ মেনে খেলে তিলক। এ বার ওকে নিজের ফিটনেস নিয়ে আরও একটু খাটতে হবে। আরও পরিশ্রম করতে হবে। তা হলেও ভারত এক জন ভাল বাঁহাতি ব্যাটার পাবে।’’

এ বারের আইপিএলেই প্রথম বার খেলছে তিলক। রোহিত, ঈশান, সূর্যকুমারদের মতো তারকাখচিত দলে সব থেকে বেশি রান করেছেন তিনি। ১২ ম্যাচে ৩৬৮ রান করেছেন তিলক। গড় ৪০.৮৮। স্ট্রাইক রেট ১৩২.৮৫। দু’টি অর্ধশতরান করেছেন তিনি। প্রায় প্রতিটি ম্যাচে ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন। তাই তাঁর এত প্রশংসা করলেন গাওস্কর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement