নতুন উদ্যোগ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফাইল চিত্র
নতুন উদ্যোগ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ‘হল অব ফেম’ শুরু করল তারা। প্রথম বছরই এই তালিকায় জায়গা করে নিলেন দলের দুই প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেল। তাঁদের নাম ঘোষণা করেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী।
একটি অনুষ্ঠানে এই ‘হল অব ফেমে’র কথা ঘোষণা করেন আরসিবি-র ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন। তিনি জানান, তাঁদেরই এই বিশেষ সম্মান দেওয়া হবে যাঁরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে অন্তত তিনটি মরসুম খেলেছেন এবং খেলার মাঠে ও তার বাইরে দলের প্রতি তাঁদের বিশেষ অবদান রয়েছে।
ডিভিলিয়ার্স ও গেলের নাম ঘোষণা করতে গিয়ে কোহলী বলেন, ‘‘আরসিবি-র খেলার দর্শন দারুণ ভাবে বহন করে নিয়ে গিয়েছে ডিভিলিয়ার্স। একই কাজ করেছে গেলও। ডিভিলিয়ার্সের সঙ্গে আমি ১১ বছর খেলেছি। গেলের সঙ্গে সাজঘর ভাগ করে নিয়েছি সাত বছর। ওদের সঙ্গে আমার বেশ কিছু ভাল মুহূর্ত রয়েছে। ওদের থেকে অনেক কিছু শিখেছি। সেই সব শিক্ষা আমাকে অনেক সাহায্য করেছে।’’
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দুই ক্রিকেটার হলেন ডিভিলিয়ার্স ও গেল। দু’জনের ব্যাটিংয়ের ধরন আলাদা হলেও বিপক্ষ সমান ভয় পেত তাঁদের। আইপিএলে ১৮৪ ম্যাচ খেলে ৫১৬২ রান করেছেন ডিভিলিয়ার্স। তার সিংহভাগ এসেছে বেঙ্গালুরুর হয়ে। ১৪২ ম্যাচে ৪৯৬৫ রান করেছেন গেল। তিনি অবশ্য এখনও আইপিএল থেকে অবসর নেননি। এ বছর নিলামে তাঁকে কেউ কেনেনি। অন্য দিকে গত মরসুমের আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন ডিভিলিয়ার্স।