Umran Malik

IPL 2022: ডোনাল্ড আমার সঙ্গে যা করেছিল, সেটাই করতে চাই উমরানের সঙ্গে: স্টেন

স্টেন বলেন, “আমার সাজঘরে অ্যালান ডোনাল্ড ছিল। আমি ওকে নিজের আদর্শ মনে করতাম। ডোনাল্ড যখন আমার খেলার প্রশংসা করত, তখন দারুণ লাগত। আমি সেটাই করতে চাই উমরানের জন্য। উমরান সব নিজেই করবে। যখন ও খারাপ খেলবে আমি শুধু ওর কাঁধে হাত রাখতে চাই। আর যখন ভাল খেলবে, তখন ওর সঙ্গে হাত মেলাব।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ২২:১০
Share:

—ফাইল চিত্র

উমরান মালিকের বোলিং দেখে ডাগ আউটে লাফাচ্ছিলেন ডেল স্টেন। সানরাইর্স হায়দরাবাদের বোলিং কোচ উমরানকে প্রশিক্ষণ দিতে পেরে যে খুশি সেটা ধরা পড়ছিল সেই দৃশ্যতেই। ম্যাচ শেষেও স্টেনের মুখে উমরানের প্রশংসা শোনা গেল।

স্টেন বলেন, “উমরান দুর্দান্ত। আমার কোনও ছায়া ওর মধ্যে নেই। ও একদম নিজের মতো। ওর প্রতিভা দেখাচ্ছে সকলকে। ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বল করছে। আমিও ভাবি যদি ওর মতো বল করতে পারতাম। ভবিষ্যতে ওর দিকে নজর রাখা উচিত।” দক্ষিণ আফ্রিকার পেসার তাঁর সময় সেরা পেস বোলার হিসেবে বিশ্বের নজরে থাকতেন। তাঁর থেকে শেখার সুযোগ পাচ্ছেন উমরান।

Advertisement

স্টেন বলেন, “আমার সাজঘরে অ্যালান ডোনাল্ড ছিল। আমি ওকে নিজের আদর্শ মনে করতাম। ডোনাল্ড যখন আমার খেলার প্রশংসা করত, তখন দারুণ লাগত। আমি সেটাই করতে চাই উমরানের জন্য। উমরান সব নিজেই করবে। যখন ও খারাপ খেলবে আমি শুধু ওর কাঁধে হাত রাখতে চাই। আর যখন ভাল খেলবে, তখন ওর সঙ্গে হাত মেলাব।”

এ বারের আইপিএলে পাঁচটি ম্যাচে সব চেয়ে জোরে বল করার পুরস্কার পেয়েছেন উমরান। ১৪৫ কিলোমিটারের উপরে গতি ছিল সেই সব বলের। সাজঘরে স্টেন থাকায় বলা যেতে পারে যত দিন যাবে তত পরিণত হয়ে উঠবেন উমরান। সেটাই করতে চান স্টেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement