IPL 2022

IPL 2022: ভারতীয় দলে সুযোগ পেলে অবাক হব না, আইপিএলের কোন দুই প্রতিভায় মুগ্ধ সৌরভ

এ বারের আইপিএলে যে ভাবে বোলাররা দাপট দেখিয়েছেন তাতে খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁদের মধ্যে উমরান মালিক ও কুলদীপ সেনের নাম করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২২ ১৭:০৩
Share:

আইপিএলের কোন দুই ক্রিকেটারের নাম বললেন সৌরভ ফাইল চিত্র

প্রতি বছরই আইপিএলে এমন কয়েক জন তরুণ ক্রিকেটার আসেন যাঁরা নিজেদের প্রতিভা দিয়ে সবাইকে চমকে দেন। তাঁদের মধ্যে অনেকেই পরবর্তীতে ভারতীয় দলে খেলার সুযোগ পান। এ বারও বেশ কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। তাঁদের মধ্যে বোলারের সংখ্যাই বেশি। এমনই দুই তরুণ ভারতীয় বোলারের খেলা দেখে মুগ্ধ বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁরা পরবর্তীতে ভারতীয় দলে সুযোগ পেলে তিনি অবাক হবেন না বলেই জানিয়েছেন।

যে দুই পেসারের নাম সৌরভ করেছেন তাঁরা হলেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক ও রাজস্থান রয়্যালসের কুলদীপ সেন। এ বারের আইপিএলে আগুনে গতিতে বল করছেন উমরান। প্রতিযোগিতার সব থেকে দ্রুত গতির বল (প্রতি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার) তাঁরই করা। অন্য দিকে রাজস্থানের হয়ে কুলদীপ নজড় কেড়েছেন। বিশেষ করে ডেথ ওভারে যথেষ্ট ভাল বল করেছেন তিনি

Advertisement

এই দুই বোলারের প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে ক’জন বল কর়তে পারে। উমরানকে জাতীয় দলে নেওয়া হলে আমি অবাক হব না। যদিও ওকে সাবধানে ব্যবহার করতে হবে। আমি কুলদীপের নামও বলব। ডেথ ওভারে যথেষ্ট বৈচিত্র নিয়ে বল করছে। নির্বাচকরা ওর কথাও ভাবতে পারে।’’

এ বারের আইপিএলে যে ভাবে বোলাররা দাপট দেখিয়েছেন তাতে খুব খুশি ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, ‘‘বোলারদের দাপট দেখে আমি খুব খুশি। মুম্বই ও পুণের উইকেটে ভাল বাউন্স আছে। সেটা কাজে লাগছে। পেসারদের পাশাপাশি স্পিনাররাও ভাল বল করছে।’’

Advertisement

এ বারের আইপিএলে ১২ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন উমরান। তার মধ্যে এক ম্যাচে পাঁচ উইকেটও রয়েছে। ডান হাতি পেসারের গতি দেখে অবাক প্রাক্তন ক্রিকেটাররা। অন্য দিকে রাজস্থানের হয়ে সাত ম্যাচ আট উইকেট নিয়েছেন কুলদীপ। বেশির ভাগ ম্যাচেই ডেথ ওভারে বল করতে দেখা গিয়েছে তাঁকে। যে সময় ব্যাটাররা মারমুখী মেজাজে থাকেন সেই সময় যথেষ্ট নিয়ন্ত্রণ নিয়ে বল করেছেন এই বাঁ হাতি পেসার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement