ম্যাচের সেরা শার্দুল (বাঁ দিকে) ছবি: আইপিএল
তিনি যখন বল করতে আসেন তখন রান তাড়া করতে নেমে ভাল ছন্দে রয়েছে পঞ্জাব কিংস। কিন্তু প্রথম ওভারেই দু’উইকেট তুলে নিয়ে পঞ্জাবকে বড় ধাক্কা দেন দিল্লি ক্যাপিটালসের জোরে বোলার শার্দুল ঠাকুর। সব মিলিয়ে ম্যাচে চার উইকেট নেন তিনি। ভাগ্য ভাল থাকলে পাঁচ উইকেটও পেতে পারতেন। তাই ম্যাচ রেফারি ও আম্পায়ারদের বিচারে ম্যাচের সেরা শার্দুল।
বল করতে এসে প্রথম ওভারে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষকে আউট করেন শার্দুল। এ বারের আইপিএলে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে রাজাপক্ষকে। তাঁর আউট বড় ধাক্কা ছিল ময়ঙ্ক অগ্রবালদের কাছে। সেই ওভারের শেষ বলে ভাল ছন্দে থাকা শিখর ধবনকেও ফেরান শার্দুল।
প্রথম ছয় উইকেট পড়ে যাওয়ার পরে একা লড়ছিলেন জীতেশ শর্মা। দ্বিতীয় স্পেলে বল করতে এসে তাঁকে ৪৪ রানের মাথায় আউট করেন শার্দুল। জীতেশ আউট হওয়ার পরেই পঞ্জাবের সব আশা শেষ হয়ে যায়। সেই ওভারেই আউট হন কাগিসো রাবাডা। শেষ ওভারে অর্শদীপ সিংহের ক্যাচ ডেভিড ওয়ার্নার না ফস্কালে পাঁচ উইকেট হত শার্দুলের। শেষ পর্যন্ত চার ওভারে ৩৬ রান দিয়ে চার উইকেট নেন তিনি। তাই সঙ্গত কারণেই তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে।