IPL 2022

IPL 2022: পঞ্জাবকে ১৭ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে দিল্লি, আরও চাপ বাড়ল কলকাতার

প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য পঞ্জাবের বিরুদ্ধে জয় দরকার ছিল দিল্লির। ঋষভ পন্থরা জেতায় প্রথম চারের অঙ্ক আরও কঠিন হল কলকাতার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২২ ২৩:২৩
Share:

উল্লাস দিল্লির ক্রিকেটারদের ছবি: আইপিএল

দাপট দেখালেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। শার্দুল ঠাকুর, অক্ষর পটেল, কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতে পারল না পঞ্জাব কিংসের টপ অর্ডার। শেষ দিকের ব্যাটাররা চেষ্টা করেও পারলেন না। গুরুত্বপূর্ণ ম্যাচে ময়ঙ্ক অগ্রবালদের ১৭ রানে হারিয়ে প্লে-অফের দিকে আরও খানিকটা এগিয়ে গেল দিল্লি। ঋষভ পন্থদের পয়েন্ট ১৪। বাকি আরও একটি ম্যাচ। ফলে আরও খানিকটা চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের উপর। শ্রেয়স আয়ারদের প্লে-অফে ওঠার অঙ্ক আরও কিছুটা কঠিন হয়ে দাঁড়াল।

টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান ময়ঙ্ক। প্রথম বলেই শূন্য রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে আউট করে বড় ধাক্কা দেন লিয়াম লিভিংস্টোন। কিন্তু তার পরে প্রতিআক্রমণ শুরু করেন সরফরাজ খান ও মিচেল মার্শ। পাওয়ার প্লে-তে দ্রুত রান তুলতে থাকেন তাঁরা। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল সরফরাজকে। মাত্র ১৬ বলে ৩২ রান করে আউট হন তিনি।

Advertisement

মার্শ আগের ম্যাচের ছন্দে খেললেও অন্য প্রান্তে থাকা ললিত যাদব একটু ধীরে খেলছিলেন। ফলে রান তোলার গতি কিছুটা কমে যায়। বাকি ব্যাটাররা কেউ বড় রান পাননি। কিন্তু অর্ধশতরান করেন মার্শ। ৬৩ রান করে আউট হন তিনি। ২০ ওভারে ১৫৯ রান করে দিল্লি। পঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নেন লিভিংস্টোন ও অর্শদীপ সিংহ।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন পঞ্জাবের দুই ওপেনার শিখর ধবন ও জনি বেয়ারস্টো। পাওয়ার প্লে-তে দ্রুত রান করছিলেন তাঁরা। ২৮ রানের মাথায় বেয়ারস্টোকে আউট করে পঞ্জাবকে প্রথম ধাক্কা দেন আনরিখ নোকিয়া। পাওয়ার প্লে-র শেষ ওভারে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন শার্দুল। ভানুকা রাজাপক্ষ ও শিখরকে আউট করেন তিনি।

Advertisement

দিল্লির দুই স্পিনার অক্ষর ও কুলদীপ বলে আসতেই চাপে পড়ে যায় পঞ্জাব। পর পর আউট হন অধিনায়ক ময়ঙ্ক ও লিভিংস্টোন। মাত্র ৬৭ রানে ৬ উইকেট পড়ে যায় পঞ্জাবের। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি পঞ্জাব। অনেক চেষ্টা করেন জীতেশ শর্মা ও রাহুল চাহার। কিন্তু জয় আসেনি। শেষ পর্যন্ত ১৪২ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। চার উইকেট নেন শার্দুল।

এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রথম চারে ঢুকে পড়ল দিল্লি। তাদের শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। অন্য দিকে হারের ফলে ১২ পয়েন্টেই থাকল পঞ্জাব। তাদের শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement