ঋষভ পন্থ। ছবি: আইপিএল
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছাড়া রাস্তা ছিল না দিল্লি ক্যাপিটালসের। টিম ডেভিড ১১ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলে মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অথচ আগেই তাঁকে আউট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দিল্লি।
ডেভিডকে আউট করার জন্য ডিআরএস নেননি দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। ম্যাচও হেরে যান তাঁরা। ডেভিডের ক্যাচ ধরেও কেন রিভিউ নেননি তা জানিয়েছেন ঋষভ নিজেই। দিল্লি অধিনায়ক বলেছেন, ‘‘আমার মনে হয়েছিল কিছু একটা হয়েছে। কিন্তু ৩০ গজ বৃত্তের মধ্যে যারা ছিল, তারা সকলে নিশ্চিত হতে পারছিল না। সে কারণেই মাঠের আম্পায়ার আউট না দিলেও আমি রিভিউয়ের আবেদন করিনি।’’
মুম্বইয়ের কাছে হেরে এ বারের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে দিল্লি। তা নিয়ে ঋষভ বলেছেন, ‘‘অধিকাংশ ম্যাচেই আমরা ভাল জায়গায় ছিলাম। অধিকাংশ সময়েই আমাদের নিয়ন্ত্রণে পরিস্থিতি থাকা সত্ত্বেও তা হাতের বাইরে চলে গিয়েছে। গোটা মরসুমেই এরকম হয়েছে আমাদের। তবে এই ম্যাচটা জেতার মতো যথেষ্ট ভাল আমরা খেলিনি।’’
চাপের জন্যই কি নিজেদের সেরাটা গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে দিতে পারেননি তাঁরা? মানতে চাননি ঋষভ। দিল্লি অধিনায়ক বলেছেন, ‘‘বিষয়টা ঠিক চাপের নয়। আমরা আরও ভাল পরিকল্পনা এবং প্রয়োগ করতেই পারতাম। ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব আমরা। আমদের ৫-৭ রান কম ছিল। আমাদের বোলিং যথেষ্ট ভাল হয়েছে। পুরো প্রতিযোগিতাতেই আমরা ভাল বল করেছি। শেষ দিকে শিশিরের জন্য অবশ্য আমরা পরিকল্পনা মতো বল করতে পারিনি। হার মেনে নেওয়া কঠিন হলেও এটা থেকেই আমাদের শিখতে হবে।’’