CSK

IPL 2022: আবার হার চেন্নাইয়ের, এ বার কোথায় ভুল হল, জানালেন জাডেজা

বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরেই আবার হারের মুখ দেখতে হল চেন্নাইকে। রবিবার গুজরাত টাইটান্সের কাছে তিন উইকেটে হেরে গেল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১২:২৫
Share:

ধোনির সঙ্গে আলোচনায় জাডেজা ফাইল ছবি

বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরেই আবার হারের মুখ দেখতে হল চেন্নাইকে। রবিবার গুজরাত টাইটান্সের কাছে তিন উইকেটে হেরে গেল তারা। পরিকল্পনা কাজে লাগাতে না পারাকেই হারের জন্য দায়ী করছেন অধিনায়ক রবীন্দ্র জাডেজা। স্বীকার করেছেন, শেষ পাঁচ ওভারে তাঁরা চাপে ছিলেন। ফলে কোনও পরিকল্পনাই কাজে লাগেনি।

জাডেজার কথায়, “আমাদের শুরুটা ভাল হয়েছিল। প্রথম ছয় ওভার ভাল বল করেছি। তবে মিলারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ সব ক্রিকেটীয় শট খেলেছে ও। যখন আমরা ব্যাটিং করছিলাম, তখন বল থমকে ব্যাটে আসছিল। তাই ভেবেছিলাম ১৬৯ জয়ের মতোই রান। কিন্তু শেষ পাঁচ ওভারে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।”

Advertisement

রবিবার ক্রিস জর্ডান ৩.৫ ওভারে ৫৮ রান দেন। ইংল্যান্ডের বোলারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে জাডেজা বলেন, “আমি ভেবেছিলাম জর্ডান অভিজ্ঞ। তাই শেষ ওভারে ওর উপরেই আস্থা রাখতে চেয়েছিলাম। ৪-৫টা ইয়র্কার দেওয়ার ক্ষমতা রাখে ও। দুর্ভাগ্যবশত সেটা করতে পারেনি। কিন্তু এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের মজা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement