IPL 2022

IPL 2022: গুজরাতের বিরুদ্ধে নামার আগে রশিদকে কী উপহার দিলেন কোহলী

প্লে-অফে উঠতে হলে গুজরাত টাইটান্সকে হারাতেই হবে কোহলীদের। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে প্রতিপক্ষের সঙ্গে হাসি মুখে কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৭:৫৭
Share:

গ্রুপের শেষ ম্যাচে হার্দিকদের বিরুদ্ধে নামবেন কোহলীরা ফাইল চিত্র

গ্রুপের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে-অফে উঠতে হলে সেই ম্যাচে জিততেই হবে বিরাট কোহলীদের। তবে তার আগে ফুরফুরে মেজাজে বেঙ্গালুরু শিবির। অনুশীলনে গুজরাতের বোলার রশিদ খানকে নিজের একটি ব্যাট উপহার দিলেন কোহলী। উপহার পেয়ে অভিভূত আফগানিস্তানের স্পিনার।

রশিদ নিজের ইনস্টাগ্রামে কোহলীর সঙ্গে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দু’জনে। তাঁদের হাতে ব্যাট। রশিদের হাতের ব্যাটের প্রস্তুতকারক সংস্থার নাম দেখে বোঝা যাচ্ছিল সেটি কোহলীরই ব্যাট।

Advertisement

ভিডিয়োর ক্যাপশনে রশিদ লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়া সব সময় খুব আনন্দের। উপহারের জন্য ধন্যবাদ।’

ইতিমধ্যেই আইপিএলের প্লে-অফে উঠে গিয়েছে গুজরাত। লিগ তালিকার শীর্ষেই শেষ করবে তারা। অন্য দিকে কোহলীরা এখনও প্লে-অফে ওঠেনি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তাঁদের। শেষ ম্যাচে জিততেই হবে বেঙ্গালুরুকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে দিল্লি যেন তাদের শেষ ম্যাচ হারে। কারণ দিল্লির রানরেট (+০.২৫৫) বেঙ্গালুরুর (-০.৩২৩) থেকে অনেকটাই ভাল। তাই দু’দল জিতলে বেঙ্গালুরুর আর প্লে-অফে ওঠা হবে না। কিন্তু সেই ম্যাচে নামার আগেও ফুরফুরে মেজাজে পাওয়া গেল কোহলীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement