KKR

KKR: টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়, পয়েন্ট তালিকায় কোথায় থাকল কেকেআর

১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল রাজস্থান। হায়দরাবাদ রয়েছে চতুর্থ স্থানে। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১০।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২২ ২৩:৩৪
Share:

কত নম্বরে রয়েছে কেকেআর ছবি আইপিএল

সোমবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক ধাপ উপরে উঠে এল কেকেআর। ১০ ম্যাচে আট পয়েন্ট হল তাদের। পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসেরও আট পয়েন্ট রয়েছে। কিন্তু পঞ্জাবকে পিছনে ফেলে সাতে উঠে এসেছে কেকেআর। পঞ্জাবের রান রেট (-০.৪৭০) কলকাতার থেকে (+০.০৬০) কম। দিল্লির রান রেট (+০.৫৮৭) ভাল থাকার কারণে তারা সাতে রয়েছে।

পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত তাদের। ঠিক পরেই রয়েছে আইপিএলের আর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টস। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। তারাও প্লে-অফের দৌড়ে এগিয়ে রয়েছে।

Advertisement

১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল রাজস্থান। হায়দরাবাদ রয়েছে চতুর্থ স্থানে। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১০। সম সংখ্যক পয়েন্ট থাকলেও একটি ম্যাচ বেশি খেলায় বেঙ্গালুরু রয়েছে পঞ্চম স্থানে। কলকাতা প্লে-অফে উঠতে গেলে এখনও বাকি ম্যাচগুলিতে জিততে হবে। তার পরেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement