Rinku Singh

KKR: সাজঘরে ফিরে রিঙ্কুকে কী বলেন নীতীশ, দেখুন ভিডিয়ো

সোমবার রাজস্থানের বিরুদ্ধে রিঙ্কুর দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। সাজঘরে ফিরে নীতীশও অভিনন্দন জানান সতীর্থকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২২:১১
Share:

জয়ের পর হালকা মেজাজে নীতীশ ও রিঙ্কু। ছবি: আইপিএল

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নীতীশ রানা এবং রিঙ্কু সিংহর জুটি কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছে পাঁচ ম্যাচ পর। নকআউট পর্ব নিশ্চিত না হলেও, কেকেআর শিবিরের গুমোট ভাব কিছুটা কেটেছে। রিঙ্কুর ব্যাটিংয়ে মজেছেন তাঁর বাইশ গজের সঙ্গীও।

পাঁচ বছর রয়েছেন নাইটদের শিবিরে। ম্যাচ খেলেছেন বেশ কিছু। কিন্তু দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান সেই অর্থে প্রথম রাখলেন রিঙ্কু। সোমবার রাজস্থানের বিরুদ্ধে তাঁর দুরন্ত ব্যাটিংয়ের প্রশংসা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মুগ্ধ বাইশ গজের সঙ্গী নীতীশও। দু’জনের ৬৬ রানের জুটি জয় এনে দিয়েছে দলকে। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুই ব্যাটার। সাজঘরে ফিরে রিঙ্কুকে ২৩ বলে ৪২ রানের ইনিংসের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নীতীশ।

Advertisement

দলকে জিতিয়ে দু’জনের সাজঘরে ফেরার ছবি নেট মাধ্যমে দিয়েছে কেকেআর। সাজঘরে গিয়ে রিঙ্কুকে অনবদ্য ইনিংসের জন্য বিশেষ ধন্যবাদ জানান নীতীশ। রিঙ্কুকেও বেশ তৃপ্ত দেখিয়েছে দলের জয়ে অবদান রাখতে পেরে। তিনি জানিয়েছেন, পাঁচ বছরের পরিশ্রম অবশেষে স্বার্থক হয়েছে।

রিঙ্কুর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন কলকাতার কোচ সহ অন্য ক্রিকেটাররাও। রাজস্থানের বিরুদ্ধে নীতীশ-রিঙ্কু জুটির লড়াইকে মূল্য দিতে মরিয়া নাইটরা। লিগ পর্বের বাকি ম্যাচগুলো জিতে নকআউট পর্বে যেতে চান শ্রেয়স আয়াররা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement