Rohit Sharma

IPL 2022: টানা ১০ বার আইপিএলে প্রথম ম্যাচ হারল মুম্বই, ট্রফি জিতল কত বার?

২০১৬ এবং ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। ২০১৬ সালে হারে ৯ উইকেটে। ২০১৭ সালে হারে ৭ উইকেটে। সে বার আইপিএল জিতেছিল মুম্বই। তৃতীয় বার ট্রফি জেতে তারা। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যায় মুম্বই। ১ উইকেটে রোহিতরা হেরে যান ধোনিদের বিরুদ্ধে। সেই বছর তৃতীয় বার আইপিএল জেতে চেন্নাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৩:০২
Share:

হার দিয়ে শুরু। ছবি: আইপিএল

প্রথম ম্যাচে আবার হার। প্রতিপক্ষ যেই হোক, খেলা মুম্বইয়ে হোক বা দুবাইতে, রোহিত শর্মারা বার বার প্রথম ম্যাচ হেরেছেন। টানা দশ বার আইপিএলে প্রথম ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যে পাঁচ বার ট্রফি ঢুকেছে মুম্বইয়ের ঘরে।

২০১৩ সাল থেকে প্রতিটি আইপিএলের প্রথম ম্যাচ হেরেছে মুম্বই। ২০১৩ সালে মুম্বই দলের অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। এ বছর তিনি দিল্লি ক্যাপিটালসের কোচ। সেই দিল্লির বিরুদ্ধেই রবিবার হেরে যায় মুম্বই। ২০১৩ সালের সেই ম্যাচটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। মাত্র ২ রানের ব্যবধানে হেরে যায় মুম্বই। সেই বছর প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা। এর পরের দুই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। ২০১৪ সালে রোহিতের নেতৃত্বে ৪১ রানে হারে তারা। পরের বছর ফের সেই কলকাতার বিরুদ্ধে ৭ উইকেটে হেরে যায় মুম্বই। তবে আইপিএল জিততে অসুবিধা হয়নি সে বার।

Advertisement

২০১৬ এবং ২০১৭ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। ২০১৬ সালে হারে ৯ উইকেটে। ২০১৭ সালে হারে ৭ উইকেটে। সে বার আইপিএল জিতেছিল মুম্বই। তৃতীয় বার ট্রফি জেতে তারা। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যায় মুম্বই। ১ উইকেটে রোহিতরা হেরে যান ধোনিদের বিরুদ্ধে। সেই বছর তৃতীয় বার আইপিএল জেতে চেন্নাই।

মুম্বইয়ের হারের তালিকা। গ্রাফিক: শৌভিক দেবনাথ

২০১৯ সালে দিল্লির বিরুদ্ধে হেরেছিল মুম্বই। ৩৭ রানে হেরে গিয়েছিল তারা। ওয়াংখেড়েতে ঘরের মাঠে হারতে হয়েছিল তাদের। ২০২০ সালে ফের প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে। ৫ উইকেটে হেরে যায় মুম্বই। এই দুই বছর পর পর ট্রফি জেতে মুম্বই।

Advertisement

২০২১ সালে বিরাট কোহলীর বেঙ্গালুরু হারিয়ে দেয় রোহিত শর্মার মুম্বইকে। ২ উইকেটে হেরে যান রোহিতরা। প্রথম ম্যাচে হারলেও মুম্বই যে কখনও ভেঙে পড়ে না সেটা প্রমাণ করে দেয় তাদের ক্যাবিনেটে থাকা পাঁচটি ট্রফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement