শতরান পেলেন না শিবম দুবে। ছবি: আইপিএল
আইপিএলে চেনা মেজাজে ফিরল চেন্নাই সুপার কিংস। অভিজ্ঞ রবীন উথাপ্পাকে যোগ্য সঙ্গত করলেন তরুণ শিবম দুবে। তিনিই ছিলেন বেশি আক্রমণাত্মক। শেষ পর্ষন্ত ৪৬ বলে ৯৫ রানে অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। মারলেন ৮টি ছয়, ৫টি চার।
ইনিংসের শেষ ওভারে অধিনায়ক রবীন্দ্র জাডেজা আউট হতে নামলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দুবে তখন ৮৮ রানে অপরাজিত। আইপিএল জীবনে সর্বোচ্চ রানের ইনিংস ততক্ষণে খেলে ফেলেছেন ২৮ বছরের ব্যাটার। প্রথম শতরানের অপেক্ষায় তিনি। গোটা গ্যালারিও।
মাঠে নেমেই ধোনি এগিয়ে গেলেন দুবের কাছে। কিছু পরামর্শ দিলেন তরুণ ব্যাটারকে। দেখিয়ে দিলেন মাঠের কোথায় কোথায় ফিল্ডার নেই। এক বল বাকি থাকার সময় দুবে অপরাজিত ৯৪ রানে। শেষ বলে ছয় মারলেই শতরান। সে সময় ফের তাঁর কাছে এগিয়ে যান ধোনি। তখন দুবে কী বললেন তাঁকে? চেন্নাইয়ের ইনিংস শেষ হওয়ার পর দুবেই জানালেন সে সময় তাঁকে কী পরামর্শ দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দুবে বললেন, ‘‘মাহি ভাই আমাকে শুধু বলে চোখ রেখে আর ঠান্ডা মাথায় খেলতে বলে।’’
নিজের এ দিনের ইনিংসে খুশি দুবে। বললেন, ‘‘উথাপ্পা আর আমি ঠিক করে নিয়েছিলাম মেরে খেলব। বাউন্ডারি ছোট। বড় রান উঠবেই। যার যে বোলারকে মারতে সুবিধা হবে, সে তাকেই মারব।’’ চেনা মাঠ হওয়ায় কোন দিকের বাউন্ডারি কত দূরত্বে তা জানা দুবের। তাতে সুবিধা হয়েছে মেনে নিলেন।