দলের বোলারদেরও উন্নতির প্রয়োজন বলে মনে করেন ধোনি। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত প্রতি ম্যাচে কিছু ওভারে অনেক রান দিয়েছে আমাদের বোলাররা। সেটা বদলাতে হবে। বোলারদের নিয়ন্ত্রণ আনতে হবে।’’
দল সম্পর্কে কী বললেন ধোনি ফাইল চিত্র
নেতৃত্বে ফিরে প্রথম ম্যাচে জয় পেয়েও দলের খেলায় খুশি নন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে বলে জানালেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। তার পরেই দলের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। বড় জুটি বাঁধতে হবে। প্রতি ম্যাচে আরও বেশি ধারাবাহিক হতে হবে ব্যাটারদের। তবেই আমরা খারাপ বলের ফায়দা তুলতে পারব।’’
দলের বোলারদেরও উন্নতির প্রয়োজন বলে মনে করেন ধোনি। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত প্রতি ম্যাচে কিছু ওভারে অনেক রান দিয়েছে আমাদের বোলাররা। সেটা বদলাতে হবে। বোলারদের নিয়ন্ত্রণ আনতে হবে।’’
সেই সঙ্গে দলের ফিল্ডিংয়ে আরও উন্নতি চান মাহি। তিনি বলেন, ‘‘যারা ক্রিকেট বোঝে তারা জানে আমাদের দলের ফিল্ডিং খারাপ হচ্ছে। অনেক ক্যাচ ফস্কাচ্ছি। সেটা করলে চলবে না।’’