এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে অনেক বদল এসেছে। বেশ কয়েকটি ম্যাচে অনামী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিলক বর্মা, কুমার কার্তিকেয়র মতো কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। সেই কাজই বাকি কয়েকটি ম্যাচে করতে চান রোহিত।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কী বললেন রোহিত ফাইল চিত্র
এ বারের আইপিএল এখনও শেষ হয়নি। কিন্তু প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে রোহিত শর্মাদের। তাই এ বারের বাকি ম্যাচগুলিতে দলের তরুণ ক্রিকেটারদের পরীক্ষা করে দেখে নিতে চান রোহিতরা। এখন থেকেই সামনের মরসুমের চিন্তা শুরু করে দিয়েছেন তাঁরা।
চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে রোহিত বলেন, ‘‘এ বারের মরসুমে কোনও কিছুই আমাদের পক্ষে যায়নি। তাই আমরা ভবিষ্যতের দিকে নজর রাখছি। সে কারণেই পোলার্ডের জায়গায় দলে এসেছে ট্রিস্টান স্টাবস। অশ্বিনের জায়গায় শোকীন দলে এসেছে। পোলার্ড নিজেই এসে বলেছে তরুণদের সুযোগ দেওয়ার জন্য ও বাদ পড়তে তৈরি। আমরা কয়েক জনকে সুযোগ দিতে চাই। তাদের দেখে নিতে চাই।’’
এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে অনেক বদল এসেছে। বেশ কয়েকটি ম্যাচে অনামী ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিলক বর্মা, কুমার কার্তিকেয়র মতো কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। সেই কাজই বাকি কয়েকটি ম্যাচে করতে চান রোহিত।