ম্যাচের পর ময়ঙ্ক বলেন, “কঠিন ম্যাচ ছিল। আমরা ব্যাটিং, বোলিং কোনওটাই ভাল ভাবে করতে পারিনি। এটা আমাদের ভুলে যেতে হবে। খুব তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছিল আমাদের। এই ম্যাচ নিয়ে যত ভাবব তত নেতিবাচক দিক সামনে চলে আসব। ১৮০ রান করলে ভাল হত, কিন্তু সেখান থেকে অনেক দূরে ছিলাম আমরা। স্পিনারদের বল করাতে পারতাম, কিন্তু সময়ই পেলাম না।”
—ফাইল চিত্র
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ উইকেটে হারতে হয়েছে তাঁদের। এই লজ্জার হার মনে রাখতে চাইছেন না ময়ঙ্ক অগ্রবাল। বুধবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে প্রথম বল করে পঞ্জাব কিংসকে ১১৫ রানে আটকে রাখে দিল্লি। এর পর এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেন পৃথ্বী শ-রা।
ম্যাচের পর ময়ঙ্ক বলেন, “কঠিন ম্যাচ ছিল। আমরা ব্যাটিং, বোলিং কোনওটাই ভাল ভাবে করতে পারিনি। এটা আমাদের ভুলে যেতে হবে। খুব তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছিল আমাদের। এই ম্যাচ নিয়ে যত ভাবব তত নেতিবাচক দিক সামনে চলে আসব। ১৮০ রান করলে ভাল হত, কিন্তু সেখান থেকে অনেক দূরে ছিলাম আমরা। স্পিনারদের বল করাতে পারতাম, কিন্তু সময়ই পেলাম না।”
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেননি ময়াঙ্ক। সেই ম্যাচে নেতৃত্ব দেন শিখর ধবন। দিল্লির বিরুদ্ধে ফিরে ২৪ রান করলেন ময়ঙ্ক। কিন্তু পর পর চার ওভারে চারটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পঞ্জাব। মাত্র ১১৫ রানে শেষ হয়ে যায় তারা। সেই রান তুলতে দিল্লি নেয় মাত্র ১০.৩ ওভার।