বিরাট কোহলী। ছবি: আইপিএল
গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে অগ্নিশর্মা গুজরাত টাইটান্সের উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড। ম্যাক্সওয়েলের বল তাঁর প্যাডে লাগলেও আম্পায়ারের দেওয়া এলবিডব্লু-র সিদ্ধান্তে খুশি হননি ওয়েড। তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায় বিরাট কোহলীকেও।
অস্ট্রেলীয় ব্যাটার মনে করেন, তিনি আউট ছিলেন না। জাতীয় দলের সতীর্থের বলে আউট হওয়া মেনে নিতে পারছেন না ওয়েড। ডিআরএস নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ওয়েড আউট হাওয়ার পর মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। সে সময় তাঁকে শান্ত করার চেষ্টা করেন বিপক্ষের বিরাট কোহলীও। কাঁধে হাত দিয়ে প্রায় ডাগআউট পর্যন্ত পৌঁছেও দেন। কিন্তু ক্ষুব্ধ ওয়েড কারোর কথা শোনার মতো পরিস্থিতিতে ছিলেন না সে সময়।
মাঠে অসন্তোষ প্রকাশ করার পর সাজঘরে ফিরেও নিজের হেলমেট, ব্যাট ছুড়ে ফেলেন গুজরাতের ব্যাটার। ম্যাচ রেফারির শাস্তির মুখেও পড়েছেন ওয়েড।
ম্যাথু ওয়েড। ছবি: আইপিএল
সাজঘরে ফিরে প্রথমেই নিজের হেলমেটটি ছুড়ে ফেলেন মেঝেতে। তার পর ব্যাট দিয়েও মেঝেতে একাধিক বার আঘাত করেন। তাঁর এই আচরণ আইপিএল-এর কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান অপরাধের অন্তর্ভুক্ত। তাঁকে সতর্ক করেছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। প্রতিযোগিতায় ফের এমন আচরণ করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে গুজরাতের অজি উইকেটরক্ষক-ব্যাটারকে।