Axar Patel

Axar Patel: আনন্দবাজার অনলাইনের বিচারে দিল্লি-পঞ্জাব ম্যাচের সেরা অক্ষর পটেল

৪ ওভার বল করে অক্ষর দিলেন মাত্র ১০ রান। কৃপণ বোলিং বললেও বোধহয় কম বলা হয়। কারণ, এখন টেস্টে ক্রিকেটেও ওভার প্রতি তিন রানের বেশি ওঠে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ২২:৪০
Share:

অক্ষর পটেল। ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইনের বিচারে দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচের সেরা হলেন অক্ষর পটেল। দুরন্ত বোলিংয়ের সুবাদেই ম্যাচের হলেন এই বাঁহাতি স্পিনার।

কুড়ি ওভারের ক্রিকেটে ৪ ওভার বল করে অক্ষর দিলেন মাত্র ১০ রান। কৃপণ বোলিং বললেও বোধহয় কম বলা হয়। কারণ এখন টেস্টে ক্রিকেটেও ওভার প্রতি তিন রানের বেশি তোলে প্রায় সব দলই। সেখানে কুড়ি ওভারের ক্রিকেটে ওভার প্রতি মাত্র ২.৫ রান খরচ যথেষ্টই কৃতিত্বের।

Advertisement

রান তোলার গতি আটকে রোধ করার পাশাপাশি এ দিনের ম্যাচে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন অক্ষর। পঞ্জাবের মিডল অর্ডারের অন্যতম ভরসা লিয়াম লিভিংস্টোনকে আউট করলেন একটি দুরন্ত বলে। বিপজ্জনক হয়ে ওঠা জীতেশ শর্মাকেও (২৩ বলে ৩২) সাজঘরে ফেরালেন।

অক্ষরের এই ছোবলেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তাই আনন্দবাজার অনলাইনের মতে দিল্লি-পঞ্জাব ম্যাচের সেরা হলেন অক্ষর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement