IPL 2022

Mukesh Choudhary: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে মুম্বই-চেন্নাই ম্যাচের সেরা মুকেশ চৌধরী

মুম্বইয়ের প্রথম তিন ব্যাটারই এ দিন মুকেশের দুর্দান্ত বোলিংয়ের শিকার। পর পর হারতে থাকা মুম্বইয়ের অবশিষ্ট আত্মবিশ্বাসও তখন মুকেশের পকেটবন্দি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২৩:৫৪
Share:

মুম্বইয়ের বিরুদ্ধে আগ্রাসী মুকেশ চৌধরী। ছবি: আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে চেন্নাই সুপার কিংস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সেরা ক্রিকেটার হলেন মুকেশ চৌধরী। নতুন বলে দুরন্ত বোলিং করলেন তিনি। তাঁর প্রথম দু’ওভারের ঝড়েই মুম্বই কার্যত মানসিক ভাবে পিছনের পায়ে চলে গেল এ দিনের ম্যাচে।

মুম্বই অধিনায়কের বাঁহাতি বোলারদের বিরুদ্ধে দুর্বলতার কথা অজানা নয় তাঁর জাতীয় দলের সতীর্থ রবীন্দ্র জাডেজার। তাই এ দিন জাডেজা নতুন বল তুলে দেন মুকেশের হাতে। অধিনায়ককে হতাশ করেননি ২৫ বছরের জোরে বোলার। ম্যাচের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরিয়ে দিলেন রোহিতকে। প্রথম ওভারের পঞ্চম বলে আউট করলেন মুম্বইয়ের অপর ওপেনার ঈশান কিষানকে। দু’জনেই আউট হলেন কোনও রান না করেই। প্রথম ওভারেই ২ উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের ইনিংসের ভিত নাড়িয়ে দিলেন রাজস্থানের তরুণ।

Advertisement

এখানেই শেষ নয়। নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় ওভারের শেষ বলে মুকেশ আউট করলেন তিন নম্বরে নামা ডেওয়াল্ড ব্রেভিসকেও (৪)। মুম্বইয়ের প্রথম তিন ব্যাটারই এ দিন মুকেশের দুর্দান্ত বোলিংয়ের শিকার। পর পর হারতে থাকা মুম্বইয়ের অবশিষ্ট আত্মবিশ্বাসও তখন মুকেশের পকেটবন্দি। ম্যাচে মোট ৩ ওভার বল করে ১৯ রান দিনে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন। শুরুতে মুকেশের এই ধাক্কাই আর গোটা ম্যাচে সামলাতে পারল না মুম্বই।

সঙ্গত কারণেই ম্যাচ রেফারি, আম্পায়াররা মুকেশকেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিলেন। কিন্তু এমন দুরন্ত পারফরম্যান্সের পরেও মুকেশকে ৪ ওভার বল করালেন না চেন্নাই অধিনায়ক জাডেজা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement