IPL 2022

Faf du Plessis: আনন্দবাজার অনলাইনের বিচারে বেঙ্গালুরু-কলকাতা ম্যাচের সেরা ফ্যাফ ডুপ্লেসি

বুদ্ধি করে বোলিং পরিবর্তন করলেন ডুপ্লেসি। ফিল্ডিংও সাজালেন পরিকল্পনা মতো। ফলে আরসিবি-র বোলাররা সাধারণ বলেও একাধিক উইকেট তুলে নিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ২৩:৩৮
Share:

ফ্যাফ ডুপ্লেসি। ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সেরা হলেন ফ্যাফ ডুপ্লেসি। ব্যাট হাতে এদিন আরসিবি অধিনায়ক সাফল্য না পেলেও দুর্দান্ত নেতৃত্ব দিলেন দলকে। বোলার পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো সবকিছুতেই মুন্সিয়ানা দেখিয়ে ম্যাচের সেরা হলেন প্রোটিয়া ব্যাটার।

এবারের আইপিএলে প্রতি ম্যাচেই মোটের উপর বড় রান উঠছে। অথচ ডুপ্লেসির দুরন্ত নেতৃত্ব এদিন নাইটদের বেধে রাখল মাত্র ১২৮ রানে। প্রথম ম্যাচে পঞ্জাবের বিরদ্ধে প্রথমে বড় রান তুলেও হারতে হয়েছিল আরসিবি-কে। প্রশ্নের মুখে পড়ে ডুপ্লেসির অধিনায়কত্বও। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সমালোচকদের জবাব দিলেন তিনি।

Advertisement

প্রথমত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ডুপ্লেসি। পরে বুদ্ধি করে বোলিং পরিবর্তন করলেন তিনি। ফিল্ডিংও সাজালেন পরিকল্পনা মতো। ফলে আরসিবি-র বোলাররা সাধারণ বলেও একাধিক উইকেট তুলে নিলেন। চাপ বাড়ল কেকেআর-এর উপর। সেই চাপেই মাত্র ১২৮ রানে গুটিয়ে গেল শ্রেয়স আয়ারের দল। ফলে একটা সময় পর পর উইকেট হারিয়েও প্রতিযোগিতায় প্রথম ম্যাচ জিততে সমস্যা হল না আরসিবি-র। আনন্দবাজার অনলাইনের বিচারে বেঙ্গালুরু-কলকাতা ম্যাচের সেরা হলেন ফ্যাফ ডুপ্লেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement