উচ্ছ্বাস আবেশের। ছবি আইপিএল
স্কোরবোর্ডে যে রান উঠেছিল, তা যথেষ্ট ছিল সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে তাড়া করার জন্যে। কিন্তু তা সত্ত্বেও লখনউ তাদের আটকে দিল কম রানে। সেই কাজে যিনি সাহায্য করলেন, সেই আবেশ খানকে হায়দরাবাদ-লখনউ ম্যাচের সেরা হিসেবে বেছে নিলেন আম্পায়ার, ম্যাচ রেফারিরা।
চতুর্থ ওভারেই বিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন আবেশ। ফিরিয়ে দেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে। নিজের পরের ওভারের প্রথম বলেই ফেরান আর এক ওপেনার অভিষেক শর্মাকে। ১৮তম ওভারে আবেশ বোলিং করতে আসার আগে হায়দরাবাদের জিততে দরকার ছিল মাত্র ৩৩ রান। ক্রিজে ছিলেন নিকোলাস পুরানের মতো ব্যাটার। প্রথম বলে ছয় খেলেও তৃতীয় বলেই স্লোয়ার দিলে পুরানকে তুলে নেন আবেশ। পরের বলেই আউট করেন আব্দুল সামাদকে। ওখানেই ম্যাচ ঘুরে যায় লখনউয়ের দিকে। মোট চার ওভার বল করে ২৪ রান দিয়ে চার উইকেট নেন আবেশ।
ম্যাচের পর তিনি বলেন, “দল আমার থেকে যেটা চায় সেটা করি। পাওয়ার প্লে-তে উইকেট তোলাই লক্ষ্য থাকে। পুরানকে স্লোয়ার দেব এটা আগে থেকেই ভেবেছিলাম। কারণ বলটাকে ভাল করতে গ্রিপ করতে পারছিলাম। তাই ভাবলাম চেষ্টা করেই দেখি। সেটাতেই সাফল্য এল।”