KL Rahul

IPL 2022: কোন কৌশলে পন্থের দিল্লির বিরুদ্ধে এল জয়, জানালেন লখনউ অধিনায়ক রাহুল

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। কিন্তু প্রথমে ব্যাট করার মতো কেন তিনি সেই সাহস দেখালেন, সেই জবাব তাঁর নিজের কাছেও নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৮:২৪
Share:

জয়ের কারণ জানালেন রাহুল ছবি আইপিএল

শেষ ওভার পর্যন্ত লড়াই গড়িয়েছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতেছে লখনউ সুপার জায়ান্টসই। পাওয়ার প্লে-র সময় দলের বোলিং বিভাগ যে ভাবে এগিয়ে এসেছে, তাতে খুশি অধিনায়ক কেএল রাহুল। শুধু তাই নয়, দরকারের সময় প্রত্যেকের এগিয়ে আসাতেও মুগ্ধ অধিনায়ক। তিনি মনে করেন, বোলিংয়ের কারণেই জিতেছে দল।

ম্যাচের পর তিনি বলেছেন, “আমরা দারুণ বোলিং করেছি। পাওয়ার প্লে-র সময় আমাদের বোলিংয়ে একটু গন্ডগোল হয়েছে। কিন্তু তার পরে পরিকল্পনা অনুযায়ী বোলিং করে সাফল্য পেয়েছি। যে ভাবে বোলাররা নির্দিষ্ট লাইন, লেংথ বজায় রেখে বোলিং করেছে তাতে আমি খুশি।”

Advertisement

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। কিন্তু প্রথমে ব্যাট করার মতো সাহস কেন তিনি দেখালেন, সেই জবাব তাঁর নিজের কাছেও নেই। বলেছেন, “সত্যি বলতে এর উত্তর আমিও জানি না। পিচ থেকে কী পাওয়া যাবে সেটা কেউই জানতাম না। প্রতিযোগিতার শুরুর দিকে পিচ তরতাজা থাকার সময় সব দলই প্রথমে বোলিং করতে চাইত। কিন্তু প্রতিযোগিতা যত এগোবে তত প্রথমে ব্যাট করা দলের সংখ্যা বাড়বে।”

তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনির প্রশংসায় পঞ্চমুখ তিনি। বলেছেন, “ব্যাট করতে নামলে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে শিখে গিয়েছে ও। চাপের মুখে আমাদের উতরে দিয়েছে। অনেক কিছু নতুন শিখছে। এখন ওর উচিত এই অভিজ্ঞতা পরের ম্যাচগুলিতে কাজে লাগানো।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement