IPL 2022

IPL 2022: ফাইনালে নেমেই নজির ফার্গুসনের! বলের গতিতে টপকে গেলেন উমরানকে

এ বারের আইপিএলে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন উমরান মালিক। ফাইনালে সেই গতিকে টপকে গেলেন লকি ফার্গুসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২২ ২১:৩১
Share:

আইপিএলের দ্রুততম বল করলেন ফার্গুসন ছবি: আইপিএল

শেষ পর্যন্ত নজির ধরে রাখতে পারলেন না উমরান মালিক। এ বারের আইপিএলের দ্রুততম বলের নিরিখে তাঁকে টপকে গেলেন গুজরাত টাইটান্সের বোলার লকি ফার্গুসন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন উমরান। আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার গতিতে বল করে উমরানকে টপকে গেলেন ফার্গুসন।

Advertisement

ফাইনালের পঞ্চম ওভারে বল করতে আসেন ফার্গুসন। প্রথম দু’বলের পরেই বলের গতি বাড়তে শুরু করে। তৃতীয় বলটি করেন ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে। পরের বলের গতি ছিল ঘণ্টায় ১৫৩ কিলোমিটার। ওভারের শেষ বলে জস বাটলারকে অফ স্টাম্পের বাইরে ইয়র্কার করেন ফার্গুসন। ব্যাট ছোঁয়াতে পারেননি বাটলার। বলের গতি দেখায় ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার। তার সঙ্গেই উমরানকে টপকে যান নিউজিল্যান্ডের বোলার।

এ বারের আইপিএলে সব থেকে দ্রুত পাঁচ বলের তালিকায় অবশ্য দাপট দেখিয়েছেন উমরান। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন তিনি। বলের গতি যথাক্রমে ঘণ্টায় ১৫৭, ১৫৫.৬ ও ১৫৪.৮ কিলোমিটার। পঞ্চম স্থানে রয়েছেন ফের ফার্গুসন। ঘণ্টায় ১৫৪.৪ কিলোমিটার গতিতে বল করেন তিনি।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement