শ্রেয়সের প্রিয় নেতা কে ফাইল ছবি
আইপিএলে এ বার কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নেতৃত্ব দেবেন তিনি। সেই শ্রেয়স আয়ারের পছন্দের অধিনায়ক কে? এক ইউটিউব চ্যানেলে উত্তর দিলেন তিনি। জানিয়ে দিলেন, কেএল রাহুলের নেতৃত্ব সব থেকে ভাল লাগে তাঁর।
দক্ষিণ আফ্রিকা সিরিজে রোহিত শর্মা না থাকায় সীমিত ওভারের দলকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। তখন তাঁর অধীনে খেলেছেন শ্রেয়স। সিরিজে চুনকাম হয়েছিল ভারত। তা সত্ত্বেও রাহুলের প্রতিভা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা নজর কেড়েছে শ্রেয়সের। পাশাপাশি, যে ভাবে রাহুল তাঁকে বল করার সুযোগ দিয়েছেন তা নিয়েও খুশি তিনি।
শ্রেয়স বলেছেন, ‘‘ওর অধীনে খেলতে পেরে ভাল লেগেছে। প্রথমত, ও একজন অসাধারণ ক্রিকেটার। যে আত্মবিশ্বাস নিয়ে ও মাঠে খেলতে নামে বা দলীয় বৈঠকে ঢোকে বা যে ভাবে ক্রিকেটারদের পাশে দাঁড়ায় তা দুর্দান্ত। খুব শান্ত মনোভাব নিয়ে মাঠে নামে ও। মাঠের সিদ্ধান্তগুলোও খুবই তীক্ষ্ণ।’’
শ্রেয়সের সংযোজন, ‘‘ওর অধীনে খেলতে পারায় সময়টা উপভোগ করেছি। ও আমাকে তিন ওভার বোলিং করার সুযোগ দিয়েছে, যেটা আগে কোনও অধিনায়কের থেকে আমি পাইনি। তাই ও-ই আমার সব থেকে প্রিয় অধিনায়ক।’’