জাডেজা বলেন, ‘‘ধোনির জুতোয় পা গলানো সহজ নয়। শিশির খুব বড় ভূমিকা নিয়েছে। টস জিতলে আগে বল করতে চাইবে সকলেই। প্রথম ৬-৭ ওভার উইকেট বেশ ড্যাম্প ছিল। শিশির পড়লেও সকলে খুব ভাল বল করেছে। বিশেষ করে ব্র্যাভো।’’
জিতে খুশি শ্রেয়স। ছবি: আইপিএল
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের। গোটা ম্যাচেই রাশ ছিল অধিনায়ক শ্রেয়স আয়ারের হাতে। কলকাতা দলকে প্রথম বার নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্য দিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাডেজার শুরু হার দিয়ে।
ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘‘ধোনি যখন ব্যাট করার সময় বেশ চাপ লাগছিল। শিশির পড়তে শুরু করায় একটু অসুবিধা হচ্ছিল বল গ্রিপ করতে। গোটা দল খুব সাহায্য করেছে। এই জয়ের ধারা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এখানে খেলে বড় হয়েছি। পাটা উইকেট হবে বলেই মনে হয়েছিল। অনুশীলনে উমেশ খুব ভাল করছিল। আজ ওর খেলা দেখে বেশ ভাল লেগেছে।’’
জাডেজা বলেন, ‘‘ধোনির জুতোয় পা গলানো সহজ নয়। শিশির খুব বড় ভূমিকা নিয়েছে। টস জিতলে আগে বল করতে চাইবে সকলেই। প্রথম ৬-৭ ওভার উইকেট বেশ ড্যাম্প ছিল। শিশির পড়লেও সকলে খুব ভাল বল করেছে। বিশেষ করে ব্র্যাভো।’’
প্রথমে ব্যাট করে ১৩১ রান তোলে চেন্নাই। ১৮.৩ ওভারে সেই রান তুলে দেন শ্রেয়সরা।